শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসরাম মাদাকীকে আটক করছে আইনশুঙ্খলা বাহীনি। গতকাল রাতে তাকে আটক করা হয় ।
বুধবার বিকেলে রফিকুল ইসলাম মাদনী আটকের বিষয়টি জানায় নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী । তিনি বলেন রফিকুল ইসলাম মাদানী আটক হয়ছেন ,বর্তমানে তিনি র্যাবের হেফাজতে আছেন। তাকে কেন আটক করা হয়ছে এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন , তার জানা নেই ।
এদিকে রফিকুল ইসলাম মাদানী আটকের কারনে হেফাজত আজ বিকাল তিনটার দিকে নেত্রকোনা শহরে মোক্তারপাড়া নামক এলাকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
এই খবরের পুরো অংশ পড়ুন প্রথম আলো বাংলা ট্রিবিউন