এবার কথা হবে কানে কানে ফোনে ফোনে একদম ফ্রি।
![]() |
ছবি প্রতীকি |
পৃথিবীতে
প্রযুক্তির ছোঁয়া লেগেছে ঘরে ঘরে । প্রযুক্তির বিকাশের সাথে সাথে বাড়ছে ইন্টারনেটের
ব্যবহার । গুগলের কনটেইন এ্যাপ ভিত্তিক প্রযুক্তি সরা বিশ্বে সব চেয়ে জনপ্রিয় ।
আমি
কি বলতে চাচ্ছি তা হয় তো আপনার সহজেই অনুমান করতে পারছেন ।
আমি বলছিলাম , অ্যানড্রয়েট ফোনের কথা । আজকে আপনাদের অ্যাপ ভিত্তিক একটা দারুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিবো ।
আমি বলছিলাম , অ্যানড্রয়েট ফোনের কথা । আজকে আপনাদের অ্যাপ ভিত্তিক একটা দারুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিবো ।
আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝতে পারছেন… আপনাদের জন্য কি নিয়ে আসছি … হ্যাঁ প্রিয় পাঠক এবার কথা
হবে আপনার প্রিয় জনের সাথ একদম সাধারন সেল ফোনে …. একদম সাধারন সাদা- মাঠা বাটন ফোনে কোন প্রকার নেট কানেকশন ছাড়া ।
তবে হ্যাঁ
এক প্রান্তে নেট কানেশন থাকতে হবে । যে আপনার ফোন কল রিসিভ করবে তার কোন প্রকার ইন্টার
কানেকশন লাগবে না ।
তবে আপনাকে ফ্রি কথা বলা জন্য সামান্য একটু কষ্ট করতে – কষ্টটি
হল , মাঝে মাঝে ফোনটি হাতে নিয়ে – কিছু এড দেখতে হবে ।
অ্যাপটির নাম হলো – টু টক । গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এখনই।
অ্যাপটিতে নতুন নতুন কিছু ফিচার যোগ হয়েছে -
টুটকে চমৎকার কিছু নতুন নতু ফিচার যোগ হয়েছে যা আপনার চোখকে ধাধিয়ে দিবে।
প্রতিনিয়তই টুটক নতুন নতুন আপডেট আনছে ব্যবহারীকে নতুন নতুন সুবিধা দিতে ।
টুটক করে দিচ্ছে ইন্ডার নেট ভিত্তিক অ্যাপ দিয়ে আপনাকে আয়ের সুযোগ করে দিতে ।
বিশ্বের আপনি যে প্রান্তেই থাকুন না কেন এই অ্যাপ দিয়ে আপনি আয় করতে পারবেন।
আয়ের টাকা আপনার পকেটে না আসলেও আপনার মোবাইল ফোনে টুকবে ।
মোবাইল ফোনে কথা বলার জন্য তো আপনাকে আপনার পকেটেরই টাকা খরচ করতে হয় ।
তাই অবশ্যই বলা যায় , টুটক আপনার পকেটেও টাকা তুলে দিবে । কেমন করে তুলে দিবে বা
আপনার পকেটে টাকা দিতে পারেন তা বলছি-
প্রতিদিন আপনি এড দেখে যে ডিসিটি আয় করবেন তা কথা বলার পাশাপাশি আপনার মোবাইলে
টপ-আপ বা Gp Flexiload করতে পারবেন । দেশের যেকোন মোবাইল অপারেটরের নাম্বারে।
নিচের ছবি গুলো দেখুন-
ওয়ালেটে যাওয়ার পর-
টপ আপে ক্লিক করে আপনার পছন্দের যে কোন অপারেটরে টপ আপ করুন।
কোন মন্তব্য নেই