সামাজিক মাধ্যমগুলোতে আপনার সন্তানের কোন ভিডিও পোস্ট করার আগে একটু ভাবুন..।
বর্তমান সময়ে সব চেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো ফেইসবুক , টুইটার । এখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে না এমন মানুষ খোঁজে পাওয়া দূলর্ভ।
এখানে সবচেয়ে ভালো লাগে নিজেকে জাহির করতে । কিন্তু নিজেকে প্রকাশ করছেন করুন তাই বলে আপনার শিশুকে সামাজিক মাধ্যমগুলোতে প্রাকাশ করতে হবে এমন কোন কথা হতে পারে না।
কেননা, আপনার জন্য কার্যক্রম গুলোই বিপদ বয়ে আনতে পারে । তাই শতর্ক হোন আপনার শিশুর ভিডিও ছবি প্রকাশ করার ক্ষত্রে ।
শিশুর ভিডিও ছবি প্রকাশ কেন করবেন না ফেইসবুক টুইটারেঃ
শিশুর যেকোন কনটেইন শিশুর একান্ত নিজের কিন্তু অনেক সময় শিশুর নিজের হলেন তার হাতে থাকেনা। চলে যায় দূচরিত্র লোকের কাছে।
১. শিশুর প্রাইবেসিঃ
শিশুর ব্যক্তিগত ছবি যেমন, ন্যুড ছবি, গোসলের ছবি, ইত্যাদি শিশুর নিরাপত্তা নষ্ট হয় কেননা, এসব ছবি পোডোফিলিক ব্যাক্তিদের অথ্যাৎ যারা শিশুদের প্রতি যোৗন কর্মের প্রতি আসক্তি তাদের নেতিবচক নজর কারতে পারে।
শিশুদের সোশ্যাল মিডিয়ার আসক্তি বাড়বেঃ
ছোটবেলা থেকে এসব সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি পরবর্তীতে নান ভাবে পরিবার কেন্দ্রীক জামেলা সৃষ্টি হতে পারে । কেননা, এই কোমল মতি মনকে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেই একধরনের আসক্তি সৃষ্টি হবে । পড়ালেখা থেকে শুরু করে নানা বিধ সমস্যায় মামা বাবা ভাই বোন সবারই পড়তে হবে । সমাজিক যোগাযোগ মধ্যম গুলোর করনে আপনার শিশু এক সময় তারকা বনে যেতে পারে । এই তারকা খেতাবই আপনার শিশুর মনোজগৎকে কোন কোন না সময় প্রবল ভাব প্রভাবিত করবে । তাতে করে শিশুর মনে ভিতর এক ধরনের ভ্রান্ত ধারনা সৃষ্টি হতে পারে সেক্ষত্রে বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হতে পারে ।
ছবি দিবেন কিন্তু কিছু সাবধানতা মেনে চলেনঃ
- ছোট শিশুর একান্ত ছবি পাবলিক মোড না করে অনলি মি করে রাখুন।
- শিশু যত ছোট হোক খালি গায়ে তার ছবি প্রকাশ করবেন না।
কোন মন্তব্য নেই