এবার দ্রুত চার্জ হবে শাওমি ফোন...।





অত্যাধুনিক প্রযুক্তির শাওমি তৈরি করছে ১০০ ওয়াটের শক্তিশালী ফাস্ট চার্জার যা আপনার ফোনের ব্যাটারী চার্জ করবে মাত্র ১৭ মিনিটে । প্রতিষ্টানটির প্রেসিডেন্ট ও সহ প্রতিষ্টাতা লিন  বিন উইবো পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, তার পোস্টে শাওমি প্রকৌশলীরা ১০০ ওয়াটের  এমন একটি ডিভাইজ তৈরি করছে যা মাত্র ১৭ মিনিটে ৪০০০ মিলিঅ্যাম্পীয়ার ব্যটিারি  ১০০% চার্জ করতে সক্ষম হবে।


গিজমো চায়না অবলম্বনে নিউজটি করা হলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.