স্মাটফোন আমদানিতে বাড়ছে কর। বাজেট ২০১৯-২০২০ ।


টেকদুনিয়া ডেক্সঃ    বাংলাদেশে স্মার্টফোন আমদানিতে করের পরিমান বাড়িয়ে করা হয়েছে ২৫% ২০১৯-২০২০ অর্থ বছরে। আগে এই করের পরিমান ছিল ১০% । এই অর্থ বছরের বাজেটে তা ১৫% বৃদ্ধি করা হয় । তাহলে  বুঝা যাচ্ছে স্মার্টফোনের দাম বাড়ছে।



২০১৯- ২০২০ অর্থ বছরের বাজেটে স্মার্টফোনের দাম বা ১৫%  পূর্বের চেয়ে বেশি আরোপের কারন হিসেবে বলা হয় - স্মার্ট ফোনে বিত্তবান  লোকজন ব্যবহার করেন । তাই ২৫% কর বা শুল্ক আরোপ করা হয় ।



এতে বলা হয় ফিচার  ফোন বা বারফোন বা বাটন ফোন  গুলোতে আগের মতই  ১০% কর বলবত থাকতে । কেননা , এই ফিচার ফোন বা বারফোন বা বাটন ফোন গুলো নিম্ম আয়ের মানুষেরা ব্যবহার করে ।




আজ বৃহঃপতিবার  জাতীয় সংসদে বেলা ৩ টার দিকে ২০১৯-২০২০ সালের বজেট ঘোষনা করা হচ্ছে ।



অর্থমন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল অসুস্থ থাকার কারনে , প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাজেট পাঠ করছেন।




এটি হবে দেশের ৪৮ তম বাজেট আর আওয়ামী লীগের টানা তিনবার ক্ষমতায় থাকা অবস্থায়  ১১  তম বাজেট ।   ২০১৯ -২০২০ সালের বাজেটর আকার হলো ৫ কোট  ২৩ লক্ষ টাকার ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.