বাংলাদেশের বাজার কাপাচ্ছে শাওমি রেডমি ৭ প্রো। সবাই দিচ্ছে পজেটিভ রিভিউ।
পাশের দেশ ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশে বেশ জনপ্রিয় শাওমি ফোন। জনপ্রিয়তার একরাশ সুত টেনেছে শাওমি রেডমি ৭ প্রো । শাওমি অফিসিয়াল ভবে শাওমি রেডমি ৭ প্রো ফোনটি বাজারে ছাড়ে ফেব্রুয়ারী ,২০১৯ সালে দিকে। কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি তা আসতে আসতে সময় লাগে প্রায় দুই মাসের মত ,যদিও অনেকে বিভিন্ন মাধ্যম থেকে অনেক আগেই বিডিতে ইউস করছেন ।যাই হোক, ফোনটির আধ্যপাধ্য নিয়েই আজকে লেখা-
কেন কিনবেন শাওমি রেডমি নোট ৭ প্রো
বাংলাদেশে একটা কথা প্রচলন আছে সস্তা কলায় চিরা নষ্ট। আবার আছে স্স্তায় তিনঅবস্থা।
জীবনে অনেক ফোন ব্যবহার করছেন , কিন্তু শাওমির মিড ল্যাবেলের বাজেটের মধ্যম একটা ফোন ব্যবহার করে দেখুন - ফোন ব্যবহারের প্রতি আপনার ধারনা পরিবর্তন হয়ে যাবে । আমার শাওমি ফোনের হাতে খড়ি হয় শাওমি রেডমি ৪ এক্স ফোন দিয়ে ।
শাওমি রেডমি নোট ৭ প্রো
এই ফোনটির এত ভালো পারফোমেন্স পেয়েছি যে , আমি শাওমির বিশাল ফেন হয়ে গেছি। এই ফোনটা রেখেই কিনে ফেললাম শাওমি রেডমি ৭ প্রো । শাওমি রেডমি ৪ এক্স থেকে আরো ভালো পারফোমেন্স পাচ্ছি। শাওমি রেডমি নোট ৭ এর ব্যটারি পারফোমেন্স খুবই ভালো । এর রয়েছে অসধারণ পারফোমেন্স ও দীর্ঘ স্থায়ী ব্যাটারি লাইফ। ৪০০০ এমএএইচ ব্যাটারির চমৎকার কর্মদক্ষতা ফোনটিকে এনে দিয়েছে সুখ্যাতি।
শাওমি রেডমি নোট ৭ প্রো
এতে রয়েছে চিপসেট কোয়ালকম স্ন্যামড্রাগন ক্লকওয়াইজ স্পিড ২.২ গির্গহার্জ পর্যন্ত। যা ব্যাটারি লাইফকে আরো রোমান্স করেছে। যা একজন ব্যবহারকারীর সারাদিনের জন্য মনের খোরাক যোগাবে। একটানা ১৪-১৫ ঘন্টা অনায়েসে চালাতে পারবেন। অ্যান্ড্রয়েট ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ না হলে , সেই ফোনকে আর ফোন বলে মনে হবে ।
শাওমি রেডমি নোট ৭ প্রো
মেজাজ তো খারাপ হবে আর আপনার ফোনটি আসার মেরে ভাঙ্গতেও পারেন । তাই অ্যান্ড্রয়েট ফোন কিনার আগে মাথায় রাখবে ব্যাটারি কত এমএইচ আছে। তার সাথে আরো খেয়াল রাখবেন ফোনটির র্যাম এবং রম কত। যে ফোনের র্যাম ,ব্যাটারি , চিপসেট যত ভালো সেই ফোন ব্যবহার করতেও ভালো লাগে বা লাগবে।
শাওমি রেডমি নোট ৭ প্রো
যাই হোক, এই ফোনটি দামের ক্ষত্রে এনেছে দারুন ভ্যারিয়েশন, শাওমি ফোন পূর্বে
থেকেই র্যাম ও রমের উপর ভিত্তি করে তাদের ফোনের দাম সাঝায় । শাওমি রেডমি নোট সেভেন প্রো এর ক্ষেত্রেও ব্যতিক্রম করে নাই ।
শাওমি রেডমি নোট ৭ প্রো
বাংলদেশের বাজারে শাওমি ফোনের দাম হলো নিম্মরুপ-
- ৩জিবি র্যাম / ৩২ জিবি রম (ফোন মেমুারি) দাম ১৭৯৯৯ টাকা
- ৪ জিবি র্যাম / ৬৪ জিবি রম ( ফোন মেমুরি) দাম ১৯৯৯৯ টাকা
- ৬ জিবি র্যাম / ১২৮ জিবি রম ( ফোন মেমুরি) দাম ২২০০০ টাকা
এখন আপনিই চিন্তা করুন শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনটি কেন কিনবেন । বাজারে এই কনফিগারেশের অন্য কম্পানির ফোন কত দাম হতে পারে আপনিই বলুন। আপনার পারসোনাল অভিমত তুলে ধরলাম বাকীটা আপনার চিন্তা । ইলেকট্রনিক জিনিসের কোন লাইন্সেস নাই আপনি ঠকতেও পারেন । আপনার নিজের মতো করে এগিয়ে যান , নিজেকে আবিষ্কার করেন নিজের মতো করে । জাস্ট আমাদের অভিব্যাক্তিগুলো শেয়ার করলাম তার মানে এই নয় যে আপনাকে এই ফোনই কিনতে হবে । ভালো মন্দ নিজে যাচাই করুন ।
Xiaomi Redmi Note 7 Pro
Aside from neighboring India, there is a very popular Xiaomi phone in Bangladesh. Shawomie Redmi 7 Pro is one of the popular favorites. Xiaomi Redmi 7 Pro Phone is officially launched in February, 2015. But it takes about two months to officially get it in Bangladesh, although many are using it in different bids in different ways. However, today's text is written by the phone,
There is a talk in Bangladesh that is scratched in the cheaper cost. There are three situations in the system.
3 GB RAM / 32 GB RAM (Phone Memoir) price of 17999
4 GB RAM / 64 GB RAM (phone memory) Price of 19999
6 GB RAM / 128 GB RAM (phone memory)
Xiaomi Redmi Note 7 Pro
Why Buy Xiaomi Redmi Note 7 ProThere is a talk in Bangladesh that is scratched in the cheaper cost. There are three situations in the system.
Xiaomi Redmi Note 7 Pro
Many phones are used in life, but try a middle phone in Xiaomi mid-label budget - your ideas for phone usage will change. Xiaomi redmi 4 x phone with hawkish is in my hands.Xiaomi Redmi Note 7 Pro
This phone has got so good performance that I have become a huge fan of Xiaomi This phone was bought by Shoomi Redmi 7 Pro. Xiaomi Redmi 4 is better performance than X4. Xiaomi Redmi Note 7's Battery Performance is very good. It has unmatched performance and long lasting battery life. Good quality of 4000 mAh battery has brought the phone to a great reputation.Xiaomi Redmi Note 7 Pro
It includes Chipset Qualcomm Snapdragon clockwise speed up to 3.2 Gurgaher. Which has romance more battery life. Which will give mind to the mind of a user all day long. Continuous 14-15 hours of non-operation can be run. If the battery life of the Android phone is not long, the phone will look like a phone.Xiaomi Redmi Note 7 Pro
Mood is bad and you can break your phone. So before heading to the phone, keep in mind how much battery power is there. Keep track of how much RAM and ROM are on the phone The phone's RAM, battery, chipset, or the like is good to use the phone.Xiaomi Redmi Note 7 Pro
Anyway, this phone brings a lot of value to the great variation, Xiaomi PhoneXiaomi Redmi Note 7 Pro
Based on the RAM and ROM, their phones cost the price. There is no exception in the case ofXiaomi Redmi Note Seven Pro.Xiaomi Redmi Note 7 Pro
The prices of Xiaomi phones in the market of Bangladesh are low-3 GB RAM / 32 GB RAM (Phone Memoir) price of 17999
4 GB RAM / 64 GB RAM (phone memory) Price of 19999
6 GB RAM / 128 GB RAM (phone memory)
কোন মন্তব্য নেই