বিকাশ -রকেটে ব্যবহারে চার্জ হওয়া কথা ছিলো । তা আর হচ্ছে না- জানালেন বিটিআরসি।
নিউজ হয়েছে বিকাশ রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহারে গুনতে হতে পারে গ্রাহককে টাকা। এমনই খবর বেশ কয়েকদিন ধরে চাউর হচ্ছে। মুঠোফোন ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ( এম এফএস) মোবাইল অপারেটরেদের নেটওয়ার্ক ব্যবহার করে তাই এমএফএসকেই দিতে হচ্ছে বিকাশ
রকেটের ব্যলেন্স দেখার টাকা, আপনার রকেট ও বিকাশ একাউন্ডের স্ট্যাটমেন্ট দেখার টাকাও। এমনই তথ্যের আবাশ দিয়েছে বিটআরসি।
বাঁচা গেলো... । বিটিআরসিকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনআপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুছুন