মোবইলের আইএমইআই নিবন্ধন সহ বাতিলের সুবিধা নিয়ে আসছে বিটিআরসি।



টেকদুনিয়াঃ ১২ জুন,বুদবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) অডিটরিয়াম মিলায়তনে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রন সংস্থার কার্যক্রম’ বিষয়কে গনশোনানিতে এক প্রশ্নের উত্তরে বিটিআরসি জানান, মোবাইলে আইএমইআই  নিবন্ধন সহ বাতিলের সুবিধা থাকবে ।

একজন মোবাইল ফোন ব্যবহারকারী ইচ্ছা করলে,এক হ্যান্ডসেট থেকে সীম অন্য হ্যান্ডসেটে স্থানান্তর করার পাশাপাশি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই)স্থানান্তর করতে পারবেন বলে গনশোনানিতে এক প্রশ্নের জবাবে বিটিআরসির এক কর্র্মকর্তা এই  জানান।

মনে করা হচ্ছে, বিটিআরসি ন্যাশনাল  ইকুইপমেন্ট আইডেন্ডিটি রেজস্ট্রার ( এনআইআর) প্রকল্পের অধীনে এসব কাজ সম্পূর্ন করবেন।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থা বিটিআরসির এক কর্মকর্তা জানান, এই প্রকল্পের মাধ্যমে  সিম নাম্বার,ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের নাম্বার ডাটাবেইজে সংরক্ষণকরা থাকবে।


তাদের তথ্য মতে, আপনার  মোবাইল ফোন থেকে সীম খুলে ফেলার পর , আইএমইআই নাম্বারটির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে । অণ্যথায় যদি কেউ উক্ত মোবাইল ফোনটি অন্য কেউ ব্যবহার করে , সেক্ষেত্রে আইনগত ভাবে আপনি দায়ী হবে ( যদি কোন অপরাধ কার্যে ঐ মোবাইল ফোনটি নিযুক্ত হয়)। তাই বিটিআরসি  আইএমইআই নিবন্ধন বাতিল ব্যবস্থা চালু করার সুযোগ টি নিয়ে আসছে এই বছরের শেষ দিকে।


অন্যদিকে গ্রাহকে যেন মোবাইল ফোন অপারেটরা ঠকাতে না পারে সেই সব ব্যবস্থার সুবিধা নিয়ে আসছে এই বছরেই।


বিটিআরসি থেকে জানানো হয়, বিটিআরসির তত্বাবধানে চালু করা হবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম ।এই সুবিধার দেখা মিলবে এই বছরের শেষ দিকে। এর মাধ্যমে মোবাইল অপারেটরেদের সুইচ এবং আইএমইআই এর ভিতরে যত রকমের কল আসবে তা মনিটরিং করবে বিটিআরসি । জানানো হয় উক্ত আইএমইআই কোন ব্যক্তি কখন কোথায় কত সেকেন্ড  কথা বলছে, কত টাকা চার্জ করা হচ্ছে এই সব তথ্য বিটিআরসি মনিটরিং বা জানতে পারবে ।

বিটিআরসি বলে উক্ত সেবাটি চালু করার জন্য উদ্যোগ গ্রহন করা হচ্ছে। এর ফলে , কোন গ্রাহকে অভিযোগ আসলে তা বিটিআরসি আমলে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে । তাতে করে গ্রাহকের সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে জানা যায় ।

টেকদুনিয়া/ প্রিয়.কম অবলম্ভনে/ সানজিদা ইসলাম ।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.