এবার কথা বলায় প্যারা দিলো ২০১৯-২০২০ সালের বাজেট।

কলরেইট বড়লো ২০১৯-২০২০ সালের বাজেটে। ১০০ টাকার কথা বললে ২৭ টাকা গুনতে হবে । এমনই আবাস পাওয়া গেছে আজকের বাজেটে ।
পূর্বে গ্রাহককে ১৫ শতাংশ ভ্যাট আর  ৫শতাংশ সস্পূরক শুল্ক এবং ২ শতাংশ সারচার্জ সহ সরকারকে দিতে হতো ২২ টাকা ।এবার আরো ৫ টাকা বাড়তি গুনতে হবে বিডির মানুষকে । ১০০ টাকার কথা বলুন ২৭ টাকা সরকারকে দিয়ে ।
দফায় দফায় কল রেইট বাড়ার কারনে ,সাধারন মানুষ হতাস।

নাম প্রকাশ অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, কল রেইট বাড়ার কারনে আমরা সাধারন মানুষ ক্ষতি গ্রস্থ হবো , বিত্তবানেরা লাভবান হবে । তার কারন হিসেবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সাধারন মানুষ হিসেবে বার ফোন বা বাটন ফোন  ব্যবহার করি , আর বিত্তবান থেকে শুরু করে মধ্যেবিত্ত লোকজন স্মার্টফোন  ব্যবহার করে , এই স্মার্টফোন  ব্যবহার করে তার ইমু .ভাইবার , হোয়াটসঅ্যাপ , লাইন, ফেইসবুক ম্যাসেনজার ,টুটক, ইত্যাদির মাধ্যমে কথা বলে বর্তমান কল রেইট থেকে রেহাই পাবে, আর আমাদের তো সেই সুবিধানাই । তাই আমাদের  বারফোনই ভরসা , আর কল রেইটেরও ভার বহন করতে হবে।  

কথা সত্য হলেও বাস্তবতা নির্মম। এই সরকারে উন্নায়নকে আরো বেগবান করার জন্য আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তিকে সস্তা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।


টেকদুনিয়/ সানজিদা ইসলাম / 2019

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.