বাংলাদেশে মোবাইল ব্যাংকিং হচ্ছে তুমুল জনপ্রিয় একটি ব্যাংকিং ব্যবস্থা । এই ব্যাংকিং ব্যবস্থা যখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে তখনই নতুন একটি সিন্ধান্ত চপিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থা বিটিআরসি। সিন্ধান্তটি হলো- মোবাইল ব্যাংকিং এর ব্যালেন্স জানতে গেলেই গুনতে হবে গ্রাহকে ৪০ পয়সা করে। আজ ০৬/০৬/২০১৯ তারিখে তাদের ওয়বে সাইটে এমনই তথ্য প্রকাশ করেছে বিটিআরসি।
বিটিআরসি আরো বলেছেন, প্রতিবার লেনদেন , ব্যালেন্স চেক করা , স্টেটমেন্ট নেওয়া সহ বিভিন্ন কাজে একটি করে সেশন ধরে টাকা চার্জ করা হবে। সেশন হলো এটাই -যখন আপনি *247# বা *322# বা *259# বা *257# এবং *167# ডায়াল করেন তখন মোবাইল ফোনের স্কীনে দৃশ্যমান মেনু গুলো যতক্ষন পর্যন্ত থাকবে ততক্ষনই পর্যন্ত সেশন ধরা হয় ।
আর এই সেশন হবে ৯০ সেকেন্ড । এই নব্বই সেকেন্ডে সেশনে মোবাইল ফোন অপারেটের দের দিতে হবে ৮৫ পয়সা ।
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ( এমএফএস) মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহার করার জন্য অপারেটরদের টাকা দিতে হবে এমএফএসদরে। তাই এইটাতো এমএফএস অপারেটরেরা দিবে না । সেই টাকার চাপ মোবাইল অপারেটেরদের উপর বর্তাবে। তাই মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে খরচ বড়ছে গ্রাহকেদের বলে ধারনা করা হচ্ছে।
Bangladesh Mobile Banking is a very popular banking system. When this banking system is becoming very popular, the new telecom regulator BTRC has circulated a new syndon. Sankhutty is to know - if you want to know the balance of mobile banking, subscriber will pay 40 paisa. BTRC has published such information on 06/06/2019 on their website.
BTRC also said, every session will be spent on a session with various activities including transaction, balance check, taking statement. The session is this: When you dial * 247 # or * 322 # or * 259 # or * 257 # and * 167 #, the session will be captured as long as the mobile phones in the menu remain in the sessions.
And this session will be 90 seconds. In this 90 seconds, the mobile phone operator will pay 85 paisa.
Mobile-based financial services companies (MFS) use the mobile operator network. To use this network, operators must pay MFSD. So do not let MFS operators. The pressure of the money can be applied to mobile operators. So the cost of mobile banking usage has been reduced to the customers.
কোন মন্তব্য নেই