হুয়াওয়ে নিয়ে আসছে নতুন অপারেটিং সিস্টেম হংমেং...।
তাদের কঠিন সময়ে পাশে দাড়িয়েছেন চীনের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট ।
অ্যান্ড্রয়েটে কাস্টমাইজ অপারেটিং সিস্টেম ইএমইউআই নির্মাণকারী কম্পানির দলের সঙ্গে হংমেং অপারেটিং তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি ।
এছাড়াও চীনের কম্পানির অন্যতম জনপ্রিয় ফোন কম্পানি অপ্পো ও ভিভো নতুন অপারেটিং সিস্টেমটি পরিক্ষা করে দেখবে বলে জানা গেছে । তবে চীনের অন্যতম ফোন কম্পানি শাওমি হংমেং এর সাথে এখনো সহমত পোষন করেনি।
এদিকে জিএসএমএরিনা জানিয়েছে, প্রায় ১০ লক্ষ হুয়াওয়ে ফোনে হংমেং নামক অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে।
কোন মন্তব্য নেই