কবি ‍সুফিয়া কামালের জম্মদিন উদযাপন করলো গুগল ডুডল।




কবি ‍সুফিয়া কামালের জম্মদিন উদযাপন করলো গুগল ডুডল। 

আজ ২০ শে জুন কবি বেগম সুফিয়া কামালের ১০৮ তম জম্মদিন। ১৯১১ সালে তিনি বরিশালে নবাব পরিবারে জম্ম গ্রহন করেছিলেন। তার পিতার নাম আব্দুল বারী, মাতার নাম সৈয়াদা সেবারা খাাাতুন।
সুফিয়া কামাল নানা বাড়তে বড় হেয়েছেন । মূলত তার শৈশব কাটে নানা বড়ীতে।  কেননা, তার বাবা অনেক আগেই নিরুদ্দেশ যাত্র দিয়েছিলেন।

কবি সুফিয়া কামাল যেখানে জম্ম গ্রহন করে সেখানে নারী শিক্ষাকে ভালো চোখে দেখতে না । সবার ধারনা ছিলো মেয়েরা কেন পড়াশোন করবে । এই ভুল ধারনাকে তিনি ভেঙ্গে দিয়ে নিজের স্বমহিমায় উদভাসিত হয়েছেন বাংলার নারীর শিক্ষার উন্নায়নের দূত বেগম সুফিয়া কামাল । বেগম রোকেয়ার পাশাপাশি তার হাত ধরেও বাংলার নারী শিক্ষার অগ্রগতি হয়েছে।


১৯২৪ সালে মাত্র ১৩ বছর বয়েসে  মামাতো ভাই  সৈয়দ নেহারে সাথে বিয়ে হয় । নেহাল আধুনিক দেন ধারনা মানুষ ছিলেন। তাইতো বেগম সুফিয়া কামালকে তিনি অবাধ স্বধীনতা দিয়েছেন।  এই স্বাধনতাকে কাছে লাগিয়ে তিনি নিজেকে স্বমহিমায় এগিয়ে নিয়েছেন বহু দূর।

কবি সুফিয়া কামাল সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধি করেছেন তার লেখা গল্প, কাব্যগ্রন্থ, ভ্রমন কাহিনী, শিশুতোষ কাব্যগ্রন্থ, আত্নজীবনী, স্মৃতিকথা,অনুবাদ ( সাঁঝের মায়া-  বলশেভনী সুমের্কী
 (রুশ ভাষা থেকে অনুবাদ), ইত্যাদি।

তিনি তার সাহিত্য জীবনে ৫০ টির বেশি পুরষ্কার পেয়েছেন। সেই পাকিস্থান আমলে  তমঘা ই- ইমতিয়াজি (১৯৬১- প্রত্যাখান করেন ১৯৬৯)থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পুরুষ্কার (১৯৯৭) তিনি লাভ করেন।

এই সব কিছু কৃতৃত্ব ছাপীয়ে তিনি মৃত্যূবরন করেন ১৯৯৯  সালের ২০ নভেম্বর ।


 এই সব কিছু সুফিয়া কামালের কৃতৃত্ব গুগল ডুডল ধারন করে , শ্রদ্ধা করে , সম্মান করে।  তাইতো রাত ১২ টার পর থেকে গুগল ডুডলে  দেখা মিলছে আমাদের কবি বেগম সুফিয়া কামাল কে । এটি শুধু দেখা যাচ্ছে বাংলাদেশেই। গুগল ডুডলকে অনেক ধন্যবাদ । স্মৃুতিতে বেঁচে থাক সুফিয়া কামাল।


Google Doodle celebrates the birthday of poet Sufia Kamal.


Google Doodle celebrates the birthday of poet Sufia Kamal.

Today, on June 20, the poet Begum Sufia Kamal's 108th birth anniversary In 1911, he took a jam in the Nawab family in Barisal. His father's name is Abdul Bari, mother's name is Saaida Selva Khatun.

Sufia Kamal grew up to grow. Basically, in his childhood, many pills in his childhood were cut. Because, his father had gone missing a long time ago.
Google Doodle celebrates the birthday of poet Sufia KamalThe poet Sufia Kamal does not look good in women's education where he takes a jam. Everyone had ideas about why women would study. Begum Sufia Kamal, the ambassador for the development of the women of Bengal, has been misled by this misconception that she has broken her mind. With the help of Begum Rokeya as well as her hand, the progress of women education in Bengal has been progressing.
In 1924, at the age of 13, she was married to a cousin, Syed Nehru. Nehal gave modern ideas to people. He gave freedom to Sufia Kamal to free Sufia Kamal. By putting this freedom into self-interest, he has taken pride in self-esteem far and wide.



Poet Sufia Kamal has flourished the literary genre, wrote stories, poetry, travel stories, childish poetry, autobiography, memoirs, translation (Sanaa Maya - Bolshivani Sumerqi
(Translation from Russian language), etc.

He got more than 50 awards in his literary career. During that Pakistani period he got Tamgha E-Imtiazi (1961- 1969) and started the Bangladesh Liberation Prize (1997).
He died on November 20, 1999 due to all these achievements.

All of these are the attributes of Sufia Kamal, who respectfully honor, respect and honor Google doodles. So since 12th of the day, Google Doodle meet our poet Begum Sufia Kamal It just looks like in Bangladesh. Thanks a lot to Google Doodle. Sufia Kamal survived in Smriti.

Techdunia.net/2019

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.