বাজারে র‌্যাম ও মেমোরি কার্ড ছাড়ছে দেশী প্রযুক্তি পন্য ণিমার্তা কম্পানি ওয়ালটন। আরোা আছে রাইডার , কিবোর্ড , প্যানড্রৃাইভ।



বাজারে র‌্যাম ও মেমোরি কার্ড ছাড়ছে  দেশী প্রযুক্তি পন্য ণিমার্তা কম্পানি ওয়ালটন



দেশের বাজারে র‌্যাম ও মেমোরি কার্ড ছড়ার ঘোষনা দিয়েছে- বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি  পণ্য ণির্মাতা কম্পানি ওয়ালটন।  র‌্যাম মেমোরী সহ নতুন কিছু অ্যাকসেসসরি নিয়ে আসছে ওয়ালটন গতকাল রাজধানীর আগারগাও ভবনেসহ দেশের সব ওয়ালটন পন্য পরিবেশকের আউটলেট পাওয়া যাবে বলে জানা গেছে।

নতুন আসা অ্যাকসেসরিজের মধ্যে রয়েছে চার ধরনের মেমোরী কার্ড ১৬ জিবি থেকে ১২৮ জিবি পর্যন্ত । ওয়ালটন এসব অ্যাকসেসরিজের দামও নির্ধারন করে দিয়েছেন। ওয়ালটন জানিয়েছে ১৬ জিবি মেমোরি কর্ডের দাম ৩৫০ টাকা , ৩২ জিবি মেমোরি কার্ডের দাম ৪৯৫ টাকা, ৬৪ জিবি মেমোরি কার্ডের দাম ১০০০ টাকা, ১২৮ জিবি মেমোরি কার্ডের দাম  ‍১ হাজার ৭০০ টাকা ।


ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান নির্বাহী জানান,প্রাথমিক ভবে ডিডিআরফোর  র‌্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র‌্যাম  তৈরি করা হয়েছে  ৪ গিগাবাইটের । এর মধ্য ২ মডেলের ডেক্মটপ কম্পিউটারের জন্য ।  দাম হলো  যথাক্রমে ২৩০০ , ২৪০০ টাকা । অন্য মডেলের র‌্যাম  ল্যাপটপ ও নেটবুকের জন্য যার দাম ধরা হয়েছে ২২০০ টাকা মাত্র।


ওয়ালটন জানিয়েছে তারা অতি তারাতরি আনতে যাচ্ছে, ওয়াইফাই রাউটার যার ক্ষামতা থাকবে ৩০০ এমবিপিএস। তার সাথ তার আনতে যাচ্ছে মাউস , কিবোর্ড , প্যানড্রাইভ ইত্যদি অ্যাকসেসরিজ।


Walton,  technology company, has left the RAM and memory card in the market.




Walton has announced the launch of RAM and memory card in the country's market - Walton, the largest technology company in Bangladesh, Along with Ram Memorial, Walton has been getting new accessory, according to Walton. It is known that all Walton product distributors will be available in the capital, Agargaon Bhaban.



The new incoming accessory includes four types of memory cards ranging from 16 GB to 128 GB. Walton has fixed the prices of these accessories. Walton said the price of 16 GB memory cord is 350 rupees, 32GB memory card costs 495 taka, 64GB memory card costing 1000 rupees, 128gb memory card costing Tk 1,700.00







Chief Product of Walton Computer Products said, DDRF Ram was initially released in the market. Each 4 GB RAM has been created. For the mid-2 model decompression computer. Price is 2300, 2400 taka respectively. Other models for RAM laptops and netbooks have been priced at Tk 2200.





Walton said they are going to bring a lot of speed, the WiFi router will have an abstraction of 300 MBps. It is going to bring her with the mouse, keyboard, panda, etc. Accessories.



Techdunia.net/2019


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.