ফেইসবুক আনলো নতুন সুবিধা। Facebook brings new advantages
২৭০ কোটি মানুষের প্রিয় ফেইসবুকে যোগ হয়েছে নতুন এক ফিচার । এবার আপনার বক্তব্য র্যাংকিং করে ফেইসবুক যাচাই বাচাই করে ভুয়া নিউজ বা ভুয়া পোস্ট সনাক্ত করবে। নিউজ ফিডে, বক্তব্য র্যাংকিং করে নেগেটিভ পজেটিভ বিবেচনা তা মুছে ফেলা হবে । তাছাড়া ব্যবহার কারী কমেন্ট ইডিট থেকে শুরু করে মুছেও ফেলতে পারবে। ফেইসবুক আরো গুরত্ব দিবে , যেসব পাবলিক পোস্টের মন্তব্যে বা কমেন্টর জাবাবে মন্তব্য বা কমেন্ট করবে । এমন তথ্যই জানা গেছে।
ফেইসবুকের পন্য ব্যবস্থাপক জাস্টিনশেন বলেন, আমারা সবসময় চেষ্টা করি সব চেয়ে বাজে বা নিম্ম মানের মন্তব্য গুলো কম প্রদর্শন করতে। ইউজাররা চাইলে তার মন্তব্য মুছে ফেলতে পারে না , চাইলে লোকিয়েও রাখতেও পারবেন। যাদের ফলোয়ার বেশি শুধু মাত্র তাদের র্যাংকিং ডিফল্ড ভাবে থাকবে।
তবে , কোন পেইজের এডমিন উক্ত পেইজের কমেন্ট মুছে ফেলতে পারবেন। আবার র্যাংকিং সুবিধা বন্ধও করতে পারবেন । এতে করে ব্যবহার কারীির স্বাধিনতা অটুট থাকলো ।
Facebook brings new advantages
A new feature has been added to 277 million people favorite Facebook. Now you can check your statement by checking the Facebook and checking out fake news or fake posts. Negative positives by rating the news feed, considering it will be removed. Moreover, the user can delete the comment from the edit order. Facebook will give more importance, comments and comments in comments or comments of public posts. Such information is known.
Facebook brings new advantages
Facebook's product manager Justin stein said, "We always try to show the worst or the least negative comments." If users do not want to delete their comments, they will also be able to keep them alike. Those who have more than just follow their rankings in the same way.
Facebook brings new advantages
However, the admin of any page can delete the comments of that page. You can also stop ranking facilities again. In this, the freedom of the user was restless.
টেকদুনিয়া/ সানজিদা ইসলাম/২০১৯
কোন মন্তব্য নেই