ফেইসবুক আইডি বেহাত থেকে রক্ষা ও তা থেকে উত্তরণে উপায় । Facebook ID is the way to protect and overcome it.


ফেইসবুক আইডি বেহাত  থেকে রক্ষা ও তা থেকে  উত্তরণে উপায় ।


পৃথিবীতে ২৭০ কোটি লোক ফেইসবুক ব্যবহার করে। তার মধ্যে বাংলাদেশে প্রায় ৩ কোটি লোক ফেইসবুক ব্যবহার করে।এই তিন কোটি ফেইসবুক ব্যবহারকীর মধ্যে যে সবাই দক্ষ তা বলাই বাহুল্য। এমন অনেক ব্যবহারকারী আছে যে , তাদের ফেইসবুক হ্যাক হয়ে গেলেও খোঁজ পান ।

এই অসেচতনতার কারনে আপনার তথ্য চলে যেতে পারে হ্যাকারদের  কছে। তাই আপনাকে তথ্য বেহাত হওয়ার বিষয় সচেতন হতে হবে । তার আগে আপনাকে জানতে  হবে, কিভাবে  ফেইসবুক হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন।




ফেইসবুক  বেহাত থেকে রক্ষার উপায়- 


ফেইসবুক হ্যাকিং থেকে  রক্ষার সব চেয়ে বড় ও কার্যকর উপায় হলো  use two-factor authentication  চালু করা । নিচের ছবি দেখুন-


ফেইসবুক  বেহাত থেকে রক্ষার উপায়-











টু ফ্যাকটর চালু রাখলে , আপনার ফেইসবুক একাউন্ড ১০০% নিরাপদ থাকবে।

কিভাবে চালু করবেন টু ফ্যাকটর  অপশনটি আর এটি কিভাবে কাজ করে সেই বিষয় আলোকপাত করা যাক।

কিভাবে চালু করবেন?


চালু করার জন্য আপনাকে যেতে হবে ফেইসবুক পাতার সবার উপরে ডান পাশের এ্যারো কীতে ।

এ্যারো কীতে ক্লীক করুন । দেখুন নিচের ছবি মতো আসবে-

কিভাবে চালু করবেন?
এরপর সেটিং এ ক্লীক করুন। নিচের ছবির মতো আসবে-
 সিকিউরিটি এ্যান্ড লগইনে ক্লিক করুন।  এরপর আপনারা দেখবে পারবের নিচের ছবির মতো -


কিভবে বুঝবেন আপনার ফেইসবুক হ্যাক হয়েছে



এখানে দেখুন Edit  নামক অপশন আছে । এই অপশনে ক্লীক করে আপনার ফেইসবুকের পাসওয়ার্ড
দিয়ে লগইন করুন ।এরপর আপনার ফোন নাম্বার দিন । ফোন নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে ৬ ডিজিটের । সেই ছয় নাম্বারের ডিজিট দিয়ে আপনার কাঙ্খিত টু ফ্যাকটর অথোরাইজেন অপশনটি চালু করুন । এরপর থেকে যতবারই ফেইসবুকে লগইন করতে যাবেন, ততবারই যে ফোন নাম্বার দিয়ে টু ফ্যাকটর অথরাইজেশন করেছেন সেই নাম্বারে ৬ ডিজিটের  নাম্বার যাবে। আর আপনার ফেসবুক থাক নিরাপদে ।


কিভবে বুঝবেন আপনার ফেইসবুক হ্যাক হয়েছে-

হ্যাক হয়ে গেলে ফেইসবুক একাউন্ড ফিরে পাওয়া খুবই কঠিন । যাই হোক চলুন জেনে নেই কিভাবে আপনার ফেইসবুক হ্যাক হয়ে গেলে বুঝবেন।

১. যদি লগইন করতে সমস্যা হয়-
আপনার ফেইসবুক এ্যাকাউন্ট যদি লগইন করতে সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার ফেইসবুক একাউন্ট হ্যাকিং  এর কবলে পড়েছে । তাই খুব দ্রুত আপনার ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড
 পরিবর্তন করুন।

২.আপনার একাউন্টে অপ্রত্যাশিত পোস্ট প্রকাশ  পাইলে-


আপনার একাউন্টে অপ্রত্যাশিত কোন পোস্ট প্রকাশিত হলে বুঝতে পারবেন আপনার একাউন্টটি হ্যাকিং এর কবলে পড়েছে । তাই দ্রুত সম্ভব ফেইসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন । আর নিরাপদে থাকুন।


৩. অজানা লোকেশন থেকে পোস্ট প্রকাশিত হলে-


অজানা লোকেশন থেকে আপনার ফেইসবুকে কোন পোস্ট প্রকাশিত হলে  বুঝতে পারবেন , আপনার ফেইসবুক একাউন্ট হ্যাকিং হয়েছে । তাই পাসওয়ার্ড  পরিবর্তন  করুন  তারাতারি।


৪. অযাচিত ফেন্ডরিকিউস্টে  আসা অযাচিত ফেন্ডরিকিউস্টে পাঠানো থাকলে-


আপনার ফেইসবুক আইডিতে অযাচিত ফেন্ডরিউস্টে আসা  বা পাঠানো থাকলে বুঝতে পারবেন আপনার একাউন্টটি  হ্যাক হয়েছে । তারাতারি পাসওয়ার্ড পরিবর্তন করুন।


Facebook

Facebook ID is the way to protect and overcome it.

270 million people in the world use Facebook. About 30 million people in Bangladesh use Facebook. Among these three million Facebook users, it is necessary to say that everyone is efficient. There are many users who have not protect into their Facebook.
Due to this uncertainty your information may be lost to not
protect. So you have to be aware of the information being unaffected. Before that you need to know how to avoid Facebook Don't Protected .


How to protect from facebook hacking-

The biggest and most effective way to protect against Facebook not protect is to use two-factor authentication. See the picture below-



To keep 2 Factor, your Facebook account will be 100% safe.
Let's focus on how to turn on the Factor option and how it works.


How to turn on-?

To start you have to go to the top right arrow in the Facebook page.
Click the arrow keys. Look like the following picture-


Then click on the settings in the clip. Come on like the picture below-


Click on security and login. Then you will see Parab like the picture below -





See the Edit options here. Clicking on this option will make your Facebook password
Please log in with your phone number. After the phone number, a message will be sent to your mobile phone by 6 digits. Turn on your desired Two Factor Authentication option with the six number digits. Since then, every time you log in to Facebook, the number of phone number to two factor authorization number will be 6 digit number. And stay safe in your Facebook

How to know your Facebook id Not protected 

Once hacked, it is very difficult to get back to Facebook account. Anyway, let's know how to not protect  your Facebook and understand.




1. If there is a problem logging in-

If you have trouble logging in to your Facebook account, then you will be confused with your Facebook account hacking. So your Facebook account password very quickly Change.




2. If unexpected posts are published in your account-

If an unexpected post is published on your account, then you can understand that your account has been hacked. So change the Facebook password as fast as possible. Stay safe and stay safe.

3. If the post from unknown location is published-

If you publish a post from unknown location to your Facebook account, your facebook account has been hacked. So change the password immediately.

4. Apply for being a friend request of unknown people

If you are sent or sent to unsolicited feeders in your Facebook ID, then your account is hacked. Quickly change the password.



     টেকদুনিয়া/ সানজিদা ইসলাম / ২০১৯

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.