শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন

 

আগামী ১৫ মার্চ শনিবার জেলায় অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস।

এ বছর  জেলার ৩ লক্ষ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস । জেলা জুড়ে ১ হাজার ৭’শ ৬৪ কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।


আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ আমিরুল হক শামীম।


এসময়  আরো জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত ভিটামিন ক্যাম্পেইন  জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি অভিভাবকদের গুরুত্ব সহকারে শিশুকে ভিটামিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।


এসময় জেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। (বাসস)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.