উয়েফা চ্যাম্পিয়নস লিগ রিয়েল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি যে সব চ্যানেলে দেখতে পাবেন
শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।
টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’
প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’
রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’
আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ শেষে অ্যাতলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ রীতিমত একটা হুমকি দিয়ে রাখলেন নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার জানালেন, ‘এখনও ৯০ মিনিট বাকি আছে’। এতেই আভাস পাওয়া যাচ্ছে আজ রাতে, (১২ মার্চ, ২০২৫) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগেটা, একটা মহারণে পরিণত হতে যাচ্ছে।
প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতার পরও রিয়ালের এগিয়ে থাকাটাকে ঠুনকো মনে হচ্ছে। কারণ আজ রাতের লড়াইটা যে, অ্যাতলেটিকোর মাঠ মেত্রোপলিটানোতে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগটা ঘরের মাঠে পাওয়াটাকে অ্যাডভান্টেজ হিসেবেই গণ্য করা হয়। তবে প্রতিপক্ষ যখন রিয়াল আর আসরতা যখন চ্যাম্পিয়নস লিগ, তখন অ্যাতলেটিকোর স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই।
ঘরের মাঠ মেত্রোপলিটানোতে অ্যাতলেটিকো প্রায় ৭০ শতাংশ ম্যাচই জিতেছে। তবে এই মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তারা মাত্র ৩৩ শতাংশ ম্যাচে জয়ের মুখ দেখেছে। তবে এরপরআও চ্যাম্পিয়নস লিগে কিছুই পূর্বানুমান করা যায় না। বিশেষ করে এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে তো একদম না।
এই ম্যাচের আগে স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে দুই দলের। গেটাফের মাঠে গিয়ে দিয়াগো সিমিওনের অ্যাতলেটিকো ২-১ ব্যবধানে হেরে এসেছে। একই ব্যবধানে রায়ো ভায়াকানার বিপক্ষে ম্যাচ জিতেছে কার্লো আঞ্চেলত্তির রিয়াল।
গেটাফের বিপক্ষে প্রথমার্ধে চোটে পড়ার কারণে বিরতির পর আর মাঠে দেখা যায়নি অ্যাতলেটিকোর আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে। চোটে আছেন দলটির গুরুত্বপূর্ণ ফরাসি সেন্টারব্যাক ক্লেমেন ল্যাঙলেট। তবে আশা করা হচ্ছে রিতালের বিপক্ষে এই দুই ফুটবলারকেই আজ পাবে লস রজাব্ল্যাঙ্কসরা। তবে সিমিওনের যে কশল তাতে শক্তির এবং ফিটনেসের বড্ড প্রয়োজন হয়। সেই জায়গাটায় এই দুই জন কতটা কার্যকরী হবে সেটা বিশাল প্রশ্ন। আর যদি ল্যাঙলেটের স্থানে রবিন লে নরমান্ড খেলেন তবে আগের ম্যাচের মতই এই জোন দিয়ে রিয়াল সকল আক্রমণ সাজাবে।
লস ব্ল্যাঙ্কসদের বয়সভিত্তিক দলে থেকে প্রত্যাখিত হওয়া আলভারেজ সবসময়ই রিয়ালের বিপক্ষে তাঁতিয়ে থাকেন। ৬ ম্যাচ খেলে এই আর্জেন্টাইন মাদ্রিদের সাদাদের বিপক্ষে পেয়েছেন ৩ গোল। অন্যদিকে এই ২৫ বছর বয়সী স্ট্রাইকারের কাছে ২০২২ বিশ্বকাপ হারানো কিলিয়ান এমবাপেও কোনভাবেই আজ রাতের লড়াই হারতে চাইবেন না। আগের লেগে গোল না পাওয়া ফরাসি উইঙ্গার এই ম্যাচে গোল ক্ষরা কাটাতে চাইবেন।
তবে চ্যাম্পিয়নস লিগের নক আউটে রিয়ালের ‘এক্স ফ্যাক্টর’ বরাবরই রদ্রিগো। এই মৌসুমে ইতিমধ্য্যেই ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। বিশেষ মুহুর্তে দলের প্রয়োজনে সবার আগেই এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। আগের ম্যাচেও এক নান্দনিক গোল করেছিলেন এই ফুটবলার।
তবে রিয়ালের বর্তমান গোল স্কোরারদের রেকর্ড অ্যাতলেটিকোর বিপক্ষে মোটেই সুবিধা না। ভিনিসিয়ুস ও এমবাপে যথাক্রমে ১৬ ও ২ ম্যাচে করেছেন একটি করে গোল। অন্যদিকে অ্যাতলেটিকোর বিপক্ষে ১৪ ম্যাচ খেলা রদ্রিগোর গোল ৩টি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়ালের সবচেয়ে ভালো রেকর্ড ব্রাহিম দিয়াজের। এই অ্যাটাকিং মিডফিল্ডার ৮ ম্যাচে করেছেন পেয়েছেন ৩ গোল।
রিয়াল চ্যাম্পিয়নস লিগে বরাবরই অতুলনীয়। তবে আজ রাতের ম্যাচের আগে অ্যাতলেটিকোর পক্ষে কথা বলছে তাদের সাম্প্রতিক ইতিহাস। লস রোকাব্ল্যাঙ্কসরা গত মৌসুমে শেষ ষোলোতে ইন্টার মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ১-০ ব্যবধানে হেরে এসেছেও ঘরের মাঠে ভালো খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
Atl. Madrid vs Real Madrid খেলাটি দেখতে চোখ রাখুন -
Amazon Prime Video (Ita)
DAZN Canada
Disney+ (Arg)
Disney+ (Chi)
Disney+ (Col)
Disney+ (Per)
Disney+ (Uru)
Disney+ (Ven)
5 SPORT Israel
,
AIS PLAY (Tha)
,
Arena Premium 1 (Bih)
,
Arena Premium 1 (Mkd)
,
Arena Premium 1 (Mne)
,
Arena Premium 1 (Srb)
,
Arena Sport 1 (BiH)
,
Arena Sport 1 (Cro)
,
ART Motion Sport 1 (Kos)
,
Asr TV (Afg)
,
beIN Connect (Ina)
,
beIN Connect (Lao)
,
beIN Connect MENA (Ara)
,
beIN Connect (Mys)
,
beIN Connect (Phl)
,
beIN Connect (Tha)
,
beIN Sports 1 (Ina)
,
beIN Sports 1 (Tha)
,
beIN Sports 2 (Hkg)
,
beIN Sports 3 (Mys)
,
beIN Sports 3 (Sgp)
,
beIN Sports 4 (Hkg)
,
beIN Sports MENA 1 (Ara)
,
beIN Sports MENA English 1 (Gbr)
,
beIN Sports MENA French 1 (Fra)
,
Blue Sport 1 (Sui)
,
Blue Sport 4 (Sui)
,
BTV Action (Bul)
,
Caliente TV App (Mex)
,
Caliente TV (Mex)
,
Canal+ (Aut)
,
Canal+ Extra 1 (Pol)
,
CANAL+ France
,
Canal+ Live 2 (Fra)
,
Canal+ Myanmar (Mya)
,
CANAL+ Sport 2 (Afr)
,
Canal+ Sport Online (Pol)
,
CBC Sport (Aze)
,
COSMOTE Sport 2 (Gre)
,
Cytavision on the Go (Cyp)
,
Cytavision Sports 1 (Cyp)
,
Cytavision Sports 2 (Cyp)
,
Cytavision Sports 3 (Cyp)
,
DAZN 1 Bar Deutsch
,
DAZN 1 Deutsch
,
DAZN New Zealand
,
Digi Online (Rou)
,
Digi Sport 1 (Rou)
,
Discovery+ UK (Gbr)
,
Disney+
,
DStv Now (Afr)
,
ELTA Sports 1 (Tpe)
,
ESPN (Col)
,
ESPN Norte
,
ESPN (Per)
,
ESPN Premium (Chi)
,
ESPN South
,
ESPN (Ven)
,
Fast Sports (Arm)
,
Fox Sports (Arg)
,
Free (Fra)
,
GO TV (Mlt)
,
HRT 2 (Cro)
,
HRTi (Cro)
,
Inter (Ven)
,
JioTV app (Ind)
,
Kanal A (Slo)
,
LaLiga TV Bar (Esp)
,
Max (Bra)
,
MAXtv To Go (Cro)
,
MEGA (Gre)
,
MEGOGO Futbol 1 (Ukr)
,
Meraj TV (Afg)
,
M+ Liga de Campeones (Esp)
,
Movistar Plus+ (Esp)
,
MTV Katsomo (Fin)
,
MTV Katsomo+ (Fin)
,
MTV Urheilu 1 (Fin)
,
New World Sport App (Afr)
,
Nova Sport 3 (Cze)
,
Now Player (Hkg)
,
Okko Sport (Rus)
,
ON Plus (Vie)
,
Orange Futbol 1 (Esp)
,
Orange TV Go (Rou)
,
Paramount+ (USA)
,
Persiana Sports (Irn)
,
Pickx+ Sports 3 (Bel)
,
Play Sports 1 (Bel)
,
Play Sports 4 (Bel)
,
Prima Sport 1 (Rou)
,
Prima TV (Rou)
,
RTE 2 (Irl)
,
RTE Player (Irl)
,
RTK 1 (Kos)
,
RTL+ (Hun)
,
RTS 1 (Srb)
,
RTS Serbia 1 (Srb)
,
RUSH Sports 1 Caribbean
,
Setanta Sports 1 (Geo)
,
SiriusXM FC (Usa)
,
Sky Go Austria
,
Solh Sports 1 (Afg)
,
Sony LIV (Ind)
,
Sony Sports TEN 2 (Ind)
,
Sony Sports TEN 3 (Ind)
,
Sony Sports TEN 4 (Ind)
,
Sooka (Mys)
,
Sport 24 International (Gbr)
,
Sport TV5 (Por)
,
SPOTV Now (Kor)
,
Stan Sport (Aus)
,
StarHub TV+ (Sgp)
,
Stod 2 Sport 2 (Ice)
,
Sunrise TV (Sui)
,
SuperSport Football Plus (Afr)
,
SuperSport Football Plus (Nga)
,
SuperSport MaXimo 1 (Afr)
,
Supersport Maximo 1 (Nga)
,
Supersport Maximo 1 (Rsa)
,
SuperSport PSL (Afr)
,
SuperSport PSL (Rsa)
,
Tabii (Tur)
,
Tapmad (Pak)
,
TDM Desporto (Mac)
,
TNT Sports 3 (Gbr)
,
TOD (Ara)
,
TSN Malta 8 (Mlt)
,
TUDN (Usa)
,
TV2 Play (Nor)
,
TV2 Sport Premium (Nor)
,
TV 360 (Vie)
,
TV3+ (Den)
,
TVWan Sports (Pap)
,
UniMas (Usa)
,
Univision (Usa)
,
Viaplay (Den)
,
Viaplay (Swe)
,
Vidio (Ina)
,
ViX Latin America
,
Voyo (Bul)
,
Voyo (Svk)
,
V Sport Fotbool (Swe)
,
Wowow Live (Jpn)
,
Ziggo Sport 2 (Ned)
,
Ziggo Sport 5 (Ned)
কোন মন্তব্য নেই