লিচুর অন্যতম শত্রু পোকা মাকড় জাতীয় মাইট পোকা । অতিক্ষুদ্র এই পোকা বাসা করে কচি ডাল পাতার নিচে পিঠে। পাতার রস শোষণ করে পাতা কুঁকড়ে ফেলে। এই পোকা ফুল-ফল কাণ্ড পাতা পড়ে আক্রান্ত লিচু করে। মাইট পোকা আক্রান্ত ডালপালা ছেঁটে ফেলে অনুমোদিত ও মানসম্মত মাকড় নাশক ব্যবহারের পরামর্শ কীটতত্ত্ববিধদের। এই পোকার আক্রমনে লিচু গাছের পাতা সবুজ আবহা হারিয়ে ফেলেছে ।
মাইট পোকার আক্রমণ সারাবছর দেখা গেলও এপ্রিল-মে মাসে বেশি দেখা যায় । কচি পাতার রস শোষণ করার পাশাপাশি পুণ্পমন্ডলী, ফুলের কলি এমনকি ছোট ফল ছিদ্র করে ফেলে। এ পোকা দেখতে অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় না। পোকা উপবৃত্তাকার, উজ্জ্বল, হলদে সবুজ বর্ণের আট পা বিশিষ্ট।
। এই পোকা দলবেঁধে পাতার নীচে বসবাস করে অতিমাত্রায় আক্রমণের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয় ।আক্রান্ত পাতার উপরিভাগের বলের মতো তৈরি হয় আর পাতার নিচে স্বচ্ছ আবরণ তৈরি করে যার ফলে সালোকসংশ্লেষ সময়ের অভাবের পাতা মরে যায় । ফুল আক্রান্ত হলে তাতে ফল হয় না। আক্রান্ত পাতা আগুনে পুড়ে ফেলা উচিত । বাগান কোনোভাবেই অপরিষ্কার রাখা উচিত না ।এ পোকা দমন করার জন্য সঠিক সঠিক মাত্রায় জৈব্য বালাইনাশক ব্যবহার এবং অনুমোদিত মাত্রায় কিটনাশক সালফার ব্যবহারে পরামর্শ দেন কিটতত্ত্ববিদগন।
সালফার জাতীয়(কুমুলাস ডিএফ বা রনোভিট ৮০ ডব্লিউজি বা থিওভিট ৮০ ডব্লিউজি বা সালফোলাক ৮০ ডব্লিউজি, ম্যাকসালফার ৮০ ডব্লিউজি বা সালফেটক্স ৮০ ডব্লিউজি)প্রতি ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
- লিচুর পাতা কোঁকরানো রোগ ও তার প্রতিকার
এক্ষতির ধরণ : মাইট গাছের রস শোষণ করে এবং পানি স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। পাতা ফ্যাঁকাসে, মোচড়ানো এবং নিচের দিকে নৌকার মত বাঁকানো হয়।
- লিচুর পাতা কোঁকরানো
- লিচুর পাতা কোঁকরানো
ফসলের যে অংশে আক্রমণ করে : আগা , কাণ্ড , পাতা , কান্ডের গোঁড়ায়
সালফার জাতীয়(কুমুলাস ডিএফ বা রনোভিট ৮০ ডব্লিউজি বা থিওভিট ৮০ ডব্লিউজি বা সালফোলাক ৮০ ডব্লিউজি, ম্যাকসালফার ৮০ ডব্লিউজি বা সালফেটক্স ৮০ ডব্লিউজি)প্রতি ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
মন্তব্য করুন