৯০ শতাংশ মানুষ বুঝে না বুঝে এন্টিবায়োটিক খাচ্ছেন । ডাঃ কাছে পরামর্শ না নিয়ে অনেকে সেবন করছেন উচ্চমাত্রার এন্টিবায়োটিক। যেগুলোর বেশির ভাগই নাম নেই জাতীয় নির্দেশনায় ।
বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রবনতা কোভিড-১৯ চিকিৎসায় অন্তারায় হতে পারে। তার পশাপাশি মৃত্যুরও কারন হয়ে দাড়াতে পারে। কোভিডের প্রথম ধাপে মানুষ ভিটামিন-সি-ডি-জিংক এবং কম মাত্রায় এন্টিবয়োটিক সেবন করতো।
কিন্তু করোনার দ্বিতীয় ধাপে এন্টিবায়োটিক কিনার প্রবণতা বেড়ে চলছে চরমভাবে। উচ্চমূল্যের বিক্রি হওয়া এসব ঔষধ জীবন বাঁচানোর তাগিদে হরহামেশায় কিনছে মানুষ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ৯৩ শতাংশ মানুষ এন্টিবয়োটিক খেয়ে আসছেন। আর বর্হিবিভাগে এই হার হচ্ছে ৭২ শতাংশ। এতে সামগ্রিক কোভিড-১৯ চিকিৎসায় নেতিবাচক প্রভাব ফেলছে, বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
ডাক্তারেরা বলছেন, কোভিড-১৯ একটি ভাইরাস জনিত রোগ। আর মানুষ এন্টিবায়োটিক ব্যবহার করছে ব্যকটেরিয়ার বিরুদ্ধে।
কোভিড-১৯ চিকিৎসায় শতকরা ৯০ ভাগ রোগী বুঝে না বুঝে এন্টিবয়োটিক খাচ্ছেন। এতে করে মানুষের কোভিড চিকিৎসা বাধা গ্রস্থ হচ্ছে।
হাসপাতাল গুলোতে বাড়ছে এন্টিবয়োটিকের ব্যবহার । অন্যদিকে চিকিৎসকদের একটি অংশ দায়িত্বশীল আচরণ করছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং সোসাল মিডিয়াতে ছড়িয়ে পড়া প্রেসক্রিপশনের বিষয় সমালোচনা করেন বিশেজ্ঞরা।
মন্তব্য করুন