বাংলাদেশের বাজারে গত মার্চ মাসে লঞ্চ করা হয়েছিলো Realme C25 স্মার্টফোনটি। তবে এবার চীনা কোম্পানির স্মার্টফোন নির্মাতা Realme তাদের নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে ভারতের বাজারে ।
আগামী জুনে ভারতের বাজারে আসবে Realme C25s স্মার্টফোনটি। রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি আগের রিয়েলমি সি২৫ এর চেয়ে শক্তিশালী সব ফিচার যুক্ত করেছে চীনা স্মার্টফোন নির্মাতা কম্পানি রিয়েলমি।
রিয়েলমি সি২৫এস (Realme C25s) স্মার্টফোনে আছে একটি 48 megapixel triple ক্যামেরার সঙ্গে আছে (6,000mAh) ৬ হাজার এমএএইচ ব্যাটারি। চীনা স্মার্টফোন ব্যান্ড রিয়েলমির সি২৫এস ফোনটি এরমধ্যে মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে।
সম্প্রতি জিএসএম এরিনা জানিয়েছে, আগামী ১২ ই জুন চীনার বাজারের আসতে চলছে রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি।
ফোনটিতে থাকছে দুটি বিভিন্ন দামে দুটি স্টোরেজ বা ফোন মেমোরি। ফোন মেমোরি গুলো হলো যথাক্রমে 6GB+64GB ও 4GB+128GB।
মালয়েশিয়ার বাজারে সি২৫এস ফোনের দাম রাখা হয়েছে MYR 699। যা বাংলাদেশী টাকায় আসে ১৪৩২৯ টাকা। মালেয়েশিয়ার বাজারে ওয়াটার ব্লু ও ওয়াটার গ্রে রঙ্গের মিলবে ফোনটি ।
তবে ভারত কিংবা বাংলাদেশের বাজারে এই রঙ্গের ফোন মিলবে কিনা জানা যায়নি।
ফোনে আছে দুটি নেনো সিম। আরো থাকছে অ্যানড্রয়েট ভার্সন ১১ এর সাথে রিয়েলমি ইউআই ২.০ ।
অন্যান্য বৈশিষ্ট্যের সাথে আরো থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে (720×1600 pixels)। ফুল এইডি ডিসপ্লের সাথে থাকেছে 88.7 percent screen to body ratio ।
রিয়েলমি সি২৫এস ফোনে আছে triple rear সেটআপের ব্যবস্থা। এই সেটআপে যুক্ত থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমেরী সেন্সর যুক্ত থাকবে ।
যা দিবে এফ/১.৮ ৬পি লেন্স এবং ৫এক্স ডিজিটাল জুমের সুবিধা।ছাড়াও মিলবে একটি 2-megapixel monochrome সেন্সারের সঙ্গে একটি f/2.4 লেন্স এবং একটি 2-megapixel macro শুটারের ব্যবস্থা।
সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য মিলবে একটি 8-megapixel সেলফি ক্যামেরার সঙ্গে একটি f/2.0 লেন্স। এছাড়াও Realme C25s রয়েছে একটি 6,000mAh ব্যাটারি পরিষেবা, যা ১৮ ওয়াট দ্রুত চার্জিং।
ইবাংলানিউজ২৪.কমে আরো পড়ুন>>
- শক্তিশালী ব্যাটারি-আল্ট্রা স্লিম ডিজাইনের অপো এফ১৯ এখন বাজারে
- রিয়েলমি ৮ প্রো নতুন ফোন বাজারে নিয়ে আসছে রিয়েলমি। আছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।
তথ্যসূত্র: জিএসম এরিনা, কলকাতা ২৪
মন্তব্য করুন