এবার বাজারে আসছে উইন্ডোজ-১১। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪জুন ২০২১ তারিখে উদ্বোধন করা হবে নতুন এই ‘উইন্ডোজ ১১’ । প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
ধারনা করা হয়েছিলো , উইন্ডোজ ১০ এর আপগ্রেড ভার্সন 21H2 আসবে উইন্ডোজের আমুল পরিবর্তন । কিন্তু না ! সব পরিবর্তনের উইন্ডোজ ১০ এ আসবে না , পরিবর্তন আসবে উউন্ডোজ ১১ তে ।
এর আগে গত সপ্তাহে মাইক্রোসফটের ‘বিল্ড ২০২১’ সম্মেলনে স্পষ্ট হয়- হালনাগাদ সংস্করণ নয় বরং নতুন উইন্ডোজই আসছে। তার ভাষায়, এটি হবে ‘আগামী প্রজন্মের উইন্ডোজ’।
সেই চিন্তা করেই মাইক্রোসফট আগমী ২৪ জুন বাজারে আনতে চাচ্ছে উইন্ডোজ -১১ । এতে থাকবে আইকন , ফাইল এক্সপ্লোরারের পরিবর্তন সহ আরো অনেক কিছু।
এতেই কি ব্যবহারকারীর মন ভরবে ? উইন্ডোজ ৭ ৮ সহ বিভিন্ন ভার্সনে নানা রকম সমস্যায় ছিলো মাইক্রোসফটের উইন্ডোজ। তাছাড়া ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের সম্মখীন হতে হয়েছে আগের ভার্সনগুলোতে ।
ব্যপক সমালোচনা ও তোপের মুখে পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। এবং উইন্ডোজ-৮ ব্যবহারকারীদেরকে বিনা পয়সায় উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিল উইন্ডোজ-১০ ই হবে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন।
ব্যাপক সমালোচানা ও তোপের মুখে মাইক্রসফট খুব দ্রতই নিয়ে আসে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ । এখানেও দেখা দেয় বিভিন্ন বাগ বা ত্রুটি । যদি উইন্ডোজ ১০ দ্রুত আপগ্রেড নিয়ে এসে উক্ত সমস্যাগুলো দূর করতে সক্ষম হয়েছে । তদপুরি কিছু না কিছু বাগ বা ত্রুটি থেকে যায়।
বলা হযেছিলো উইন্ডোজ ১০ এর পর আর কোন উইন্ডোজ ভার্সন আসবে না । কিন্তু মাইক্রোসফট তাদের কাথাকে পাশ কাটিয়ে নিয়ে আসছে উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১১ ।
প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারনা করছেন, সব বাগ দূর করে মাইক্রোসফ আধুনিক মাপের অপারেটিং সিস্টেমের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট কপোর্রেশন।
কি থাকছে উইন্ডোজ -১১ তে ?
মাইক্রোসফটের উইন্ডোজ ১১ তে সব চেয়ে উল্লেখযোগ্য চমক হচ্ছে এতে থাকছে “মাইক্রোসফট স্টোর”
উইন্ডোজ-৮ ও উইন্ডোজ-১০ স্বল্প পরিসরে ‘মাইক্রোসফট স্টোর’ থাকলেও নতুন এই ভার্সনের জন্য মাইক্রোসফট স্টোরকে ডিজাইন করা হয়েছে নতুনভাবে।
উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকবে এই ‘মাইক্রোসফট স্টোর’-এ এবং এখান থেকেই ইন্টস্টল করতে হবে সবকিছু।
তবে নতুন এই ‘মাইক্রোসফট স্টোর’এ বড় ধরনের সুযোগ রয়েছে ডেভেলপারদের জন্য।
এই স্টোরে ডেভেলপাররা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আপলোড করে রাখতে পারবেন এবং ব্যবহারকারীরা ফ্রি কিংবা টাকার বিনীময়ে সেসব অ্যাপ্লিকেশন সরাসরি ‘মাইক্রোসফট স্টোর’থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন, ঠিক যেমনটি গুগল প্লে-স্টোর এর ক্ষেত্রে হয়ে থাকে।
ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলিতে চারকোনাচের পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির।
সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে।
তবে চলমান উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে অর্থ্যাৎ এই ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে।
২৪ জুন আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত হবে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যান। অনলাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সত্য নাদেলা জানান, গত কয়েক মাস তিনি নিজেই এর তদারকি করেছেন।
তথ্য সূত্রঃ ইন্টারনেট।
মন্তব্য করুন