“এক দেশ এক রেটে” এক আইপি ৫ জনের বেশি নয়।
সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে বিক্রি হবে মাসিক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। ইন্টারনেটের সেবার মান বা ইন্টারনেটের গতি নিয়ে গ্রাহক পর্যায় নানা অভিযোগে মাত্রা কমিয়ে আনতে সরকার এক আইপি ৫ জনের বেশি নয়।
বিশেষজ্ঞরা বলছেন,সেবাদাতারা একই ব্যান্ডউইডথ যুক্তিযুক্ত সংখ্যার চাইতে অধিক গ্রাহকের মধ্যে ভাগাভাগি করার কারণে অনেক সময় সেবার মান সঠিক থাকে না।
তাই সরকার বলছে, ব্যান্ডউইথের ভাগাভাগির ক্ষেত্রে একই আইপি যেন ৫ জনের বেশি যেন না হয়। এখন থেকে নিযন্ত্রণ প্রতিষ্ঠান নজর রাখবে আইএসপি ব্যবসায়ীদেকো।
এই বিষয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, “যারা সার্ভিসটা প্রোভাইড করে, ওরা আমাদের লাইসেন্স প্রাপ্ত। আর যারা আমাদের লাইসেন্স প্রাপ্ত তাদেরকে তো আমরাই কন্ট্রোল করবো।”
এর আগে সরকার গত রবিবার সারাদেশে এক দেশ এক রেট সেবা শুভ উদ্বোধন করেন।
সেই আনুযায়ী, সারা বাংলাদেশে একদেশে এক রেটের আওতায় একই দামে ইন্টারনেট সংযোগ সরবারহ করতে হবে।
এই ঘোষণা অনুযায়ী, ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। একইভাবে ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এর দাম পড়বে ১২০০ টাকা পর্যন্ত।
মন্তব্য করুন