ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানে নিখোঁজের বিষয় সংসদে কথা বলেছেন বিএনপির সংসদ সদেস্য ব্যারিস্টার রুমিন ফারাহানা। বিএনপির
তিনি বলেন,‘কোথায় মামলা করবো? কার কাছে মামলা করবো? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না, কথাটি বলছিলেন ত্ব-হার স্ত্রী। বিএনপির
আবু ত্ব-হা মোহাম্মদ আদনান গত বৃহঃস্পতিবার থেকে নিখোঁজ তার সাথে নিখোঁজ রয়েছেন আরো তিন জন। আজ সংসদে রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, একই সময় একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরীমনিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী। কারণ তার মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি ত্ব-হার পরিবারের।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন এবংইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানে নিখোঁজের বিষয় সংসদে কথা বলেন । এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
মন্তব্য করুন