রান্নার কাজে ব্যবহৃত লিকুইড ন্যাচারাল গ্যাস অথ্যাৎ এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিপশন বিইআরসি। বেসরকারী খাতে তৈরি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের বোতল দাম সর্বোচ্চ খুচরা মূল্য ৯৭৫ টাকা । এবং রাষ্ট্রায়ত্ত খাতে তৈরি ১২ কেজি সিলিন্ডার গ্যাস বোতলের দাম ৫৯১ টাকা।
আজ সোমবার অনলাইন সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।এই সংবাদ সম্মেলনে আরো বলা হয় , আজ থেকে এই দাম কার্যকর করা হবে ,পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত।
গাড়ীতে ব্যবহৃত এলপি গ্যাসের দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়।বিইআরসি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশে অভিন্ন দাম থাকবে। ভোক্তার অতিরিক্ত দাম দিবেন না। বিইআরসি আদেশ লাইসেন্সধারী মানতে বাধ্য । অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে বিইআরসি চেয়ারম্যান বলেন, দাম সারাদেশে অভিন্ন থাকবে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে লাইসেন্সধারীরা বাধ্য। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান।
ইবাংলানিউজ২৪/
সূত্রঃ জাগোনিউজ২৪
মন্তব্য করুন