চিরবিদায় নিলেন মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী । তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহাখালির একটি আইসিইউ হাসপাতালে রাত ১২.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চত করেছেন তার ছেলে শাকের চিশতী । তিনি বলেছেন, তার মা মারা গেছেন । তার মায়ের মরদেহ আজ দুপুর ১ টার দিকে বাসায় আনা হবে । সাধারন মানুষকে দেখার জন্য উন্মুক্ত রাখা হবে।
জোহেরের নামাজের পর অভিনেত্রী কবরীর সম্মানে গার্ড অব অনারস সহ জানাযার পর কবরে দাফন করা হবে।
কবরীর রেখে যাওয়া অনবদ্য সৃষ্টি
কবরির সর্বশেষ পরিচালিত সিনেমা এই তুমি সেই তুমি ।
তারও আগে তিনি ৪০টি সিনেমাতে অভিনয় করছেন। যার মধ্যে হিরিমন, ময়নামতি, চোরাবালি, সাত ভাই চম্পা, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, রংবাজ , সারেং বৌ. সুজনসখী, দেবদাস, মাসুদ রানাসহ আরো অনেক সিনেমা।
এইতুমি সেই তুমির পরিচালক জানান, কবরীর ৫ ছেলে মেয়ে যাদের মধ্যে তিন জন থাকে বিদেশে। প্রথম জন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দুই জন দুবাই আর তৃতীয়জন কানাডায় । দ্বিতীয় জেলের কিছু দিন আগের করোনা পজেটিভ ধরা পরে , তার খোঁজ খবর রাখতে রাখতে নিজেই করোনা পজেটিভ ধরা পরেন।
তিনি আরো বলেন, যেহেতু আন্তজার্তিক সব ফ্লাইট বন্ধ ,সেহেতু প্রবাসে থাকা ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করা হবেনা।
কবরি চট্রগ্রামের বোয়ালখালী উপজেলায় জম্ম গ্রহন করেন ১৯৫০ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭১ বছর। তার আসল নাম মিনা পাল । তার পিতা শ্রীকৃষ্ণ দাস পাল । পরে তিনি নাম পরিবর্তন করে সাহরা কবরি নাম নেন।
ইবাংলানিউজ২৪/ অভিনেত্রী কবরী অভিনেত্রী কবরী অভিনেত্রী কবরী
মন্তব্য করুন