আবারও কমলো এলপি গ্যাসের দাম। আন্তজার্তিক বাজারের সাথে গ্যাসের দামের সমন্নয়।
গত ১২ এপ্রিল গ্যাসের দাম বেধে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিইআরসি। তার ১৭ দিন আবারও দাম কমলো এলপি গ্যাসের দাম ।
বেসরকারী খাতে তৈরি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিলো ৯৭৫ টাকা থেকে ৬৯ কমে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে ৯০৬ টাকা।
এছাড়া ১২.৫ ,১৫,১৬,১৮,২০,২২,২৫,৩০,৩৩,৩৫এবং ৪৬ কেজির এলপি সিলিন্ডার গ্যাসের দাম বেসরকারি ভুক্তা পর্যায় সমন্নয় করার আদেশ প্রধান করে বিইআরসির চেয়ারম্যান।
এই দাম পহেলা মে থেকে কার্যকর করা হবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল।
নতুন ঘোষনা অনুযায়ী বেসরকারী এলপিজির দাম কমলেও কমছে না সরকারি এলপিজির দাম। সরকারি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।
গাড়ীতে এলপজির নতুন দাম ৪৪ টাকা ৭০ পয়সা নিধারণ করে দেয় বিইআরসি। পূর্বে ছিলো ৪৭ টকা ৯২ পয়সা।
এদিকে বিইআরসির নির্ধারিত দাম ভূক্তা পর্যায় বাজারে মানা হয় না। এ বিষয় কমিশন বলেন,এই নির্দেশনাটি বাস্তবায়ন চেষ্টা করবে।
কমিশনের নির্ধারিত দামে ব্যবসায়ীদের অসন্তোষের কথা জানালে বিইআরসির চেয়ারম্যান বলেন, আগামী ৬ ই মে এই বিষয় তাদের সাথে আলোচনা হবে।
আরো পড়ুন>>
এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিপশন বিইআরসি।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন