পদ্মায় স্পীডবোট দূর্ঘটনায় মারা গেছে ২৬ জন।
আজ সোমাবার পদ্মা নদীতে স্পীডবোট ও বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২৬ জন। ফায়ারসার্ভিসের ডুব দল দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে জীবিত উদ্বার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে কাঠালবাড়ীতে বালিবোঝাই বাল্কহেডের সাথে যাত্রীবাহি স্পীডবোটের মুখমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ২৬ জন নিহত হয় এবং ৫ জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশে ফায়ার সির্ভিসের ডুবরিরা।
সোমবার সকালে মুন্সীগঞ্জের শিমুলীয়া থেকে ৩১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিলো । স্পিডবোটি পুরনো কাঠালবাড়ি ফেরিঘাটের কাছাকাছি বালু বোঝাই বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ধুমরে মুচরে যায়।
স্পীড বোর্ড চালকের অদক্ষতা ও অতিরিক্ত যাত্রীর কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে আটক করা হয়েছে চালককে এবং গঠন করা হয়েছে ৬ সদেস্যের তদন্ত কমিটি।
স্পিডবোটে ত্রিশ জন যাত্রীর মধ্যে নিহত ব্যক্তিদের কারোর নাম পরিচয় জানা যায় নি । নিহতদের মধ্যে তিন শিশু এক নারী সহ পুরুষের সংখ্যা ২২ জন বলে জানা যায়।গুরতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইবাংলানিউজ২৪/
- আরো পড়ৃন>>
- খালেদা জিয়া সিসিইউতে ! দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।
- আবারও কমলো এলপি গ্যাসের দাম। আন্তজার্তিক বাজারের দাম কমার কারনে কমছে গ্যাসের দাম-বিইআরসি।
- আবারও কমলো এলপি গ্যাসের দাম। আন্তজার্তিক বাজারের দাম কমার কারনে কমছে গ্যাসের দাম-বিইআরসি।
- ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধ। থাকবে ১৪ দিন।
মন্তব্য করুন