মুনিয়া আত্মহত্যার মামলায় প্রধান আসামী সায়েম সোবহান আনভীরের নাম ও ছবি সময় টিভিতে প্রকাশের পর সময় টিভির সাথে বিজ্ঞাপণ চুক্তি বাতিল করছে বসুন্ধরা গ্রুপ।
বিষয়টি সময়টিভির সাংবাদিক আফজাল হোসেন তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নিশ্চিত করছেন। সায়েম সোবাহান হচ্ছেন বসুন্ধারা গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক।
সাংবাদিক আফজাল হোসেন , তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছে, “এটা স্বীকার করতে সমস্যা নেই যে ঐদিন আসামির নাম- পরিচয় সেভাবে দেয়া হয়নি । ”
তিনি আরো লিখেন,”তবে পুলিশের বক্তব্যের মাধ্যমে কৌশলে খবরটি তুলে ধরা হয়েছে। যেখানে এমডির পরিচয়,ঘটনা সব আসে রিপোর্টে। এতে অনেকে ক্ষুব্ধ হন,হওয়াটা স্বাভাবিক। মঙ্গলবার সকাল থেকে আসামির নাম পরিচয়,ছবি
সহ দেয়া হয় নিউজে এবং নিউজের গুরুত্ব ও দর্শকদের আগ্রহ অনুযায়ী ট্রিটমেন্ট পায়। তখনো বসুন্ধরার বিজ্ঞাপন ছিলো সময় টিভিতে। এমনকি বুধবার এমডির জামিন শুনানি না হওয়ার খবরটি বুলেটিনে শীর্ষ নিউজ হিসেবে গুরুত্ব পায়। এতেই ক্ষিপ্ত হয় বসুন্ধরা। বাতিল করে বিজ্ঞাপনের চুক্তি।”
গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়া আত্নহত্যাকে কেন্দ্র করে বসুন্ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীরকে আসামী করে মুনিয়ার বড় বোন। এই মামলার এজাহারে উল্লেখ করা হয়- জনাব সায়েম সোবাহান আনভীর আত্নহত্যায় প্ররোচনার কারনে মুনিয়া আত্মহত্যা করছেন।
মন্তব্য করুন