করোনাভাইরাসের সংক্রমনের যাতে আর না বাড়ে তার জন্য সরকার চলমান লকডাউন বা বিধিনিষেধ কয়েক দফা বাড়ানোর পর আরেক দফা বাড়িয়েছে ।
আগামীকাল থেকে এই বর্ধিত বিধিনিষেধ কার্যকর করা হবে জানিয়ে সকার প্রজ্ঞাপণ জারি করেছে।
এই প্রজ্ঞাপণে বলা হয় , আগামী ১৭ মে ২০২১ থেকে ২৩ মে ২০২১ পর্যন্ত চলবে।
লকডাউন বা বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে আজ রবিবার মন্ত্রীপরিষদ বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণের হার হ্রাস করার জন্য গত ১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে কঠোর লকডাউন বা বিধিনিষেধ চালু করে সরকার । এই কঠোর লকডাউন বা বিধিনিষেধ পালন প্রকল্পে সরকার ১৩ টি নির্দেশনা জারি করে সরকার। পর্যায়ক্রমে তিন দফা লক ডাউন বাড়ানোর হয় । তারই ধারাবাহিকতায় সর্বশেষ লকডাউনের মেয়াদ শেষ হবে আজ ১৬ তারিখ মধ্যরাত থেকে ।
বর্ধমান বিধিনিষেধদের মেয়াদ বাড়লেও জেলার ভিতর শুধু বাস চলা চল করবে। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তার সাথে আগের মতই ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।
তার সাথে বিধিনিষেধ বা লকডাউনে আগের মতই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে এবং খোলা থাকবে শিল্প-কলকারখানাও।
জরুরী সেবা প্রতিষ্ঠান যাথরীতি চালু থাকবে । বন্ধ থাকবে সরকারী -বেসরকারী অফিস সমূহ।
সীমীত পরিসরে চালু থাকবে ব্যাংকিং খাতের লেনদেন।
ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
তথ্যসূত্রঃ নয়াদিপন্ত আনলাইন , প্রথম আলো, যুগান্তর।
মন্তব্য করুন