ভারতীয় বাংলাদেশী নাগরিকদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এ পর্যন্ত ছয়জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।
গত এপ্রিল মাসে ভারতে সংক্রমন বাড়ায় বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করে এবং ভারত ফিরত ২৬ জনের করোনা নমুনা পরিক্ষা করে বাংলাদেশ ।
এই ২৬ জনের মাধ্যে ৬ জনের ভারতীয় ভ্যারিয়েন্টের অতিমাত্রায় সংক্রমিত করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ।
ভারতীয় এই করোনাভাইরাসের ধরনের নাম দেওয়া হয়েছে বি১৬১৭ । মিউটেশনের কারনে তিনটি সাব টাইপ পাওয়া গেছে এই ধরনে । বাংলাদেশে পাওয়া গেছে বি১৬৭২ টাইপের ভারতীয় করোনাভাইরাস।
ভারতে প্রথবারের মতো এই মিউট্যান্ট পাওয়া গিয়েছিলো বলে এ ধরনকে ভারতীয় ধরন বলা হয়। ডাব্লিউএইটও এই ধরনকে আখ্যায়িত করেছেন ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসবে।
ভারতে এই ধরন ভারতে ব্যাপক সংক্রমন ছাড়ায় এবং বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা ।
ভারতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজারের উপরের মানুষ। তাছাড়া ২১ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন তিন লাখের বেশি নতুন ধরেনর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে যে ছয় জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তদের মধ্যে তিন জনই একই পরিবারের সদেস্য ।
তারা সবাই গত ১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ভারতে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাদের সবার বয়স ৭ থেকে ৭৫ বছর বয়স।
আক্রান্তদের মধ্যে যার মৃত্যু হয়েছে, তিনি ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছে আইইডিসিআর।
ইবাংলানিউজ২৪ডটকমে আরো পড়ুন>>
তথ্য সূত্রঃ ফিনান্সিয়াল এক্সপ্রেস. বিডিনিউজ২৪
মন্তব্য করুন