মাশরাফির এসপিসির সাথে সম্পর্ক ছিন্ন সেই সূত্রধরে যা বললেন রাশেদ খান।
জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এসপিসি গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন করেছন। এই সংক্রান্ত- তার অফিশিয়াল ফেসবুক পোস্টে বিস্তারিত তুলে ধরেন।
তিনি ফেসবুক পোস্টে বলেন গত এপ্রিলে এসপিসি এবং তার মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে দিয়ে এসপিসি গ্রুপ তার ছবি ভিডিও ব্যবহার করে আসছে।
তাদের এই চুক্তির শর্ত ছিলো ,নড়াইলে ১০০টি উচ্চমানের সিসিটিভির ক্যামেরা স্থাপন করবে এবং বিভিন্নভাবে সামাজিক বিকাশোমান কাজে কাজ করবে।
তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে।
বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।
-মাশরাফির ফেসবুক পোস্ট থেকে নেওয়া
তিনি ফেসবুক পোস্টে আরো বলেন,
এসপিসির এর সাথে দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার জন্য ইতিমধ্যে উকিল নোটিশ পাঠিয়েছেন এবং চুক্তি শেষ করার জন্য সমস্ত প্রক্রিয়া শুর করে দিয়েছেন।
দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। – মাশরাফির ফেসবুক পোস্ট থেকে নেওয়া
এছাড়াও তিনি দেশবাসিকে অনুরোধ করেন, , তার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।
সংস্থাটি জনগণের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার জন্য একটি সরঞ্জাম হিসাবে ডিজিটাল বিকাশ ব্যবহার করে আসছে বলে অভিযোগ রয়েছ।
এদিকে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান মাশরাফি বিন মূর্তুজাকে এসপিসি থেকে চলে যাওয়া নিয়ে তার ফেসবুক পোস্টে লিখেন, ” আমাদের মাশরাফি ভাই। যাকে আমরা অনেক ভালবাসি। আমাদের এই ভালবাসা হয়তো তিনি উপলব্ধি করতে পারেন কিংবা পারেন না।
আমাদের মাশরাফি ভাই। যাকে আমরা অনেক ভালবাসি। আমাদের এই ভালবাসা হয়তো তিনি উপলব্ধি করতে পারেন কিংবা পারেন না।
মাশরাফি ভাই গত এপ্রিলে ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ” শুভেচ্ছা দূত” হিসেবে যুক্ত হয়েছিলেন। বিনিময়ে এই কোম্পানি নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে বলে মাশরাফি ভাইকে জানিয়েছিলেন বলে মাশরাফি ভাই তার ভ্যারিফাইড পেজে উল্লেখ করেছেন।
SPC থেকে কিভাবে আয় হয়?
এই গ্রুপের সদস্য হওয়ার জন্য প্রথমে ১২০০ টাকা দিয়ে একটি আইডি খুলতে হবে। এর বিনিময়ে মাসে আপনার আয় ৩০০ টাকা, দৈনিক হিসাব করলে ১০ টাকা। কেউ একটি আইডি খোলেনি। অধিকাংশই সর্বনিম্ন ১৩ টি আইডি খোলে। যাকে বলা হয় ১ রয়েল। প্রথম আইডির দাম ১২০০ টাকা, ২য় আইডি থেকে দাম ৭৫০ টাকা। ১৩ টি আইডি থেকে আপনার দৈনিক ইনকাম ১৪০ টাকা। যার যতো আইডি থাকবে, তার ইনকাম ততো বাড়তে থাকবে।”
উল্লেখ্য এসপিসি গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আমিন প্রধান। তিনি ডেসটিনি-২০০০ লিমিটেটের একজন সক্রিয় সদেস্য ছিলেন।-খবর ঢাকা ট্রিবিউন। এসপিসির এসপিসির এসপিসির এসপিসির spc gr
ডেসটিনি বন্ধ হয়ে গেলে, তিনি একই ক্রিয়াটি অনুসরণ করেছিলেন এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ শুরু করেছিলেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাত্র দশ মাসে তিনি এবং অনলাইনে ভুয়া অফার দেখিয়ে ২২২৬৬৬৮ সদস্যের আইডি থেকে প্রায় ২৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এপ্রিলের মাঝামাঝিতে এসপিসির সাথে মাশরাফির চুক্তি ভেঙে যাওয়ার পরে অনেকেই এই সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলতে এবং প্রাক্তন বাংলাদেশের অধিনায়ককে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন।
oup
মন্তব্য করুন