বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ক্রিকেটার নাছির হোসাইন-তামিমা তাম্মির বিয়ে। গত ২৪ জানুয়ারি বিবাহবিচ্ছেদ ব্যাতিত অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে সিএমএম আদালতে মামলা এবং সমসাময়িক বিষয় আলোচনা সমমালোচানার জবাব দিতে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি।
সংবাদ সম্মেলনে ক্রিকেটার নাসির হোসাইন বলেন, লিগ্যাল ওয়েতে ধর্মীয় রীতি নীত মেনে এবং তালাক নামা হাতে নিয়েই বিয়ে করেছি।
ক্রিকেটার নাসির হোসাইন আরো বলেন, তামিমা আগে ছিলো শুধুই তামিমা এখন তামিমা হোসাইন হয়েছে। বাংলাদেশের আইন ধর্মীয় রীতি ও তালাক নোটিশ দিয়েই তামিমাকে বিয়ে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মিসেস তামিমা হোসাইন বলেন, আমি তালাক না দিয়ে ওনাকে ( নাসির হোসাইন) বিয়ে করেছি, এসব সম্পূর্ন মিথ্যা কথা ।
তামিমা বলেন, আমি তালাকের জন্য আবেদন করেছি ২০১৬ সালে ,তালাকের অনুমোদন আসে ২০১৭ সালে। সম্পূর্ন আইনি সব কিছু মেনেই ওই ডিবোর্সটা হয়।
তার পরিবার বর্গ এবং সবাই তালাক নোটিশ বিষয় জানতেন।
রাকিব যা বলেছে , সব মিথ্যা শুধু তার সাথে বিয়ে হয়েছে এবং আমাদের একটি বাচ্ছা আছে এই দুইটা বিষয় ছাড়া।
নাসির হোসাইন বলেন ,আমি তামিমাকে চিনি ৪ বছর, সাড়ে ৪ বছর ধরে । এর মাঝে বন্ধুত্ব প্রেম তার পর বিয়ে হয় তামিমার সাথে।
উল্লেখ্য ১৪ ই ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে তামিমা – নাসির হোসাইনের বিয়ে হয় ।
গনমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমা ও নাসির হোসাইন নিয়ে ভুল সংবাদ প্রচার করলে -আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন ,ক্রিকেটার নাসির হোসাইন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমার তালাক নোটিশ ও পোসপোর্টের কপি ঘুরে বেরাচ্ছে ।
তালাক নোটিশে দেখা যায় ২৩/১২/২০১৬ তালাক দেয় প্রথম স্বামী রাকিবকে ।
সাবেক স্বামী রাকিবকে দেওয়া তালাক নোটিশ।
পাসপোর্টে ০৪/০৩/২০১৮ ই পর্যন্ত স্বামী আছেন রাকিব হাসান।
রাকিব হাসানের আইনজীবি ইশরাত হাসান বলেছেন, আদালত তামিমার তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের জবানবন্দী গ্রহন করেছেন।
বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।
মন্তব্য করুন