রাজশাহী বিভাগের নাটোর জেলার প্রবীণ সাংবাদিক মাহফুজুর আলম মুনি মারা গেছেন আজ শুক্রুবার সকাল ৯ টায় ।
তিনি নাটোর সদর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং তার মৃত্যু কালে বয়স হয়েছিলো ৭০ বছর।
কর্মজীবনে তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এ ছাড়ও তিন চ্যানের ওয়ানের নাটোর প্রতিনিধি ছিলেন এবং স্থানীয় দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেব দীর্ঘদিন কর্ম জীবন অতিবাহিত করেছেন।
মাহফুজুর আলম মুনি মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তানসহ অনেক স্বজন , শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ আসর শহরের মাদ্রাসা মোড় পুরাতন বাস টার্মিনালের পৌরসভা জামে মসজিদে জানাজা শেষে গাড়ীখানা কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিউজঃ জাগোনিউজ২৪
মন্তব্য করুন