গত ১১ জুন হাটহাজারী বাসস্ট্যান্ডে তীব্র যানজট নিরসনে ফ্লাইওয়ার নির্মাণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয় ।
বিকাল ৫ টার দিকে হাটহাজারি বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
গণস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান ,চেতনা একাত্তরের সভাপতি হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল বাপ্পি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগাম উত্তর জেলা আওয়ামীলিগের নির্বাহী সদেস্য আলহ্বাজ ইউনুস গণি চৌধুরি। হাটহাজারীতে যানজট নিরসনে গণস্বাক্ষর কর্মসূচিতে ফ্লাইওভারে দাবি।
অনুষ্ঠানে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুরুল আলম মন্জু বলেন, কজন যাত্রীর চট্টগ্রাম নগরী হতে হাটহাজারী বাসস্ট্যান্ডে আসতে ৩০ মিনিট সময় লাগলেও হাটহাজারী বাসস্ট্যান্ড হতে হাটহাজারী বাজারে কয়েক মিনিটের পথ অতিক্রম করতে ঘন্টা লেগে যাচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি চরম ভোগান্তি পৌহাচ্ছে জনসাধারণ। এসময় তিনি যানজট নিরসণে হাটহাজারী বাসস্ট্যান্ড প্রয়াত সাবেক সংসদ সদস্য এম.এ ওহাবের নামে একটি ফ্লাইওভারের দাবি করেন। হাটহাজারীতে যানজট নিরসনে গণস্বাক্ষর কর্মসূচিতে ফ্লাইওভারে দাবি।
অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউনুস চৌধুরী গণি চৌধুরী ফ্লাইওভারের দাবিতে একাত্বতা প্রকাশ করে বলেন হাটহাজারীবাসীর দীর্ঘ দিনের দাবি হাটহাজারী বাসস্ট্যান্ডে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে জনদূর্ভোগ অনেকটা কমে যাবে। এসময় তিনি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা এডভোকেট শামীম চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা কলিম উদ্দীন,সৈয়দ মন্জু,দেলোয়ার মিন্টু, কৃষকলীগ নেতা আনোয়ার হাফিজ,পৌর সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহেদ, নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক ফারুক খাঁন, মো. জাফর আলম, সহ সভাপতি রহুল আমিন, প্রচার সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক মো. হারুন, লাইন নিয়ন্ত্রক আবদুর রহমান প্রমুখ। হাটহাজারীতে যানজট নিরসনে গণস্বাক্ষর কর্মসূচিতে ফ্লাইওভারে দাবি।
তথ্য সূত্রঃ আত্রাইবার্তা
মন্তব্য করুন