গাবতলী থেকে নিখোঁজ হোন ইসলামী বক্তা আবু ত্ব হা আদনান ।
তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন দেখে এই তথ্য নিশ্চত হয়েছে পুলিশ। এ সময় তার সাথে ছিলেন তার সফর সঙ্গী ও গাড়ী চালক।
আজ এই ইসলামী বক্তার সন্ধান চেয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। তিনি বলেন আবু ত্ব হা কোন
কোন দলের সাথে যুক্ত নয় ,তিনি কোন রাজনীতি করেন না , দ্রুত তার সন্ধান দেওয়ার দাবি জানান তিনি।
গত ৮ জুন রাতে রংপুরের পায়রা চত্তর এলাকা থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হন। তার সাথে ছিলো সহকর্মী আব্দুল মহিত আনসারী , ফিরোজ আলম ও ড্রাইভার আমীর উদ্দিন।
সবশেষ রাত ২.৩০ মিনিটে স্ত্রী সাবিকুর নাহারের সাথে আবু ত্ব হা আদনানের ফোনে কথা হয় । এই সময় গাবতীর এলাকার লোকেশন স্ত্রী ফোনে পাঠায় আবু ত্ব হা। তার পর আর বাসায় ফিরেননি তিনি এবং নিখোঁজ বাকীরাও ।
ঢাকায় সংবাদ সম্মেলন করে তার স্ত্রী জানান,ঘটনার দিন বিকেল থেকেই আদনানের সন্দেহ হয় কেউ তাকে অনুসরন করছে।
ঐ সময় আদনান তার স্ত্রীকে বলেন , আমাকে দুইটা বাইক অনুসরন করতেছে , আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাসায় ফিরতে পারি।
সে কোন দলের সাথে যুক্ত না , সে না কোন আওয়ামী লীগ করে , না বিএনপি, সে না কোন কাউমি , না কোন আহলে হাদিস। হয়তো কোন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তার ব্যাপারে হাত জোড় করে বলবো আপনারা প্রধানমন্ত্রী কাছে এই নিউজটা পৌছে দিন, উনি যেন অতি অতি সত্ব্যর,অনেক অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের কাছে ফিরেয়ে দেন।উনি একেবারেই নিরহ , সাধারন একজন মানুষ।
এদিকে তাৎক্ষনিক ভাবে রাজধানীর দারুস সালাম থানায় যোগাযোগ করলে, পুলিশ জানায় আদনানের সব শেষ লোকেশন দেখা গেছে রংপুরে। প্রাথমিক কিছু লোকেশন ট্যাগ
তাই ঐখানকার পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়। ১১ই জুন রংপুরের কোতোয়ালী থানায় জিডি করেন আদনানের মা আজেদা বেগম। নিখোঁজ অন্য তিনজনের পরিবারও চরম উৎকন্ঠায়, ড্রাইভার আমিন ও সহকর্মী মোহিতের বাড়ি রংপুর শহরে আর ফিরোজের বাড়ী বগুড়ায়। প্রাথমিক কিছু লোকেশন ট্যাগ
আদনানের অবস্থান তদন্তকরে রংপুরের পুলিশ বলছে, আদনানের সব শেষ লোকেশন ছিলো গাবতলী ও মিরপুর -১১ এর মাঝামাঝি এলাকায়। পুলিশ জানায় তাকে খোঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
আব ত্ব হা আদনান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইক্যাল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স মাস্টার্স করেন আদনান। আদনানের প্রাথমিক কিছু লোকেশন ট্যাগ
কিশোর বয়েসে আরবীর প্রতি আকর্ষন থাকার কারনে কাওমি মাদ্রাসা থেকে আরবী শিক্ষা নেন। আলোকিত জ্ঞানী নামে টেলিভিশনের এক ইসলামী অনুষ্ঠানের মাধ্যম থেকে পরিচিত পান আদনান। আদনানের প্রাথমিক কিছু লোকেশন ট্যাগ
পরে বিভিন্ন মসজিদে খোদবা দেওয়া এবং পরে তা ইউটিউবে আপলোডে করে নিজের পরিচিতির জায়গা তৈরি করে নেন।
তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কার্যালয় ,পুলিম হেডকোয়ার্ডর ও র্যাব সদর দপ্তরে আবেদন করেছেন স্বজনরা।
টিভি রিপোর্ট: যমুনা/মনিরুল ইসলাম
মন্তব্য করুন