আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর সফর সঙ্গীদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে আদনান সহ তাদের সঙ্গীদের নিজ নিজ জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতর বিচারক কে এম হাফিজুর রহমান এ নিদের্শ দেন।
আবু ত্বা হা আদনানসহ তার সঙ্গীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চত করেছেন আদলতের নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান। বাসায় ফিরে যাচ্ছে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার সফর সঙ্গীরা।
এর আগে রাত ৯ টায় তাদের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। সেখানে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম জানান, আদালত আবু ত্ব হা আদানানসহ তার সফর সঙ্গীদের স্বেচ্ছায় আত্মপোপনে যাওযার বিষটি বিবেচনা করে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন ।
এর আগে গত ১০ ই জুন ব্যাক্তিগত গাড়ী চালকসহ সফর সঙ্গী নিয়ে রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। বাসায় ফিরে যাচ্ছে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ
গত কাল শুক্রবার জুম্মার নামাজের পর আত্মপোপন থেকে শশুর বাড়ীতে পৌছান – ডিবি পুলিশ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চত করেন।
ডিবি পুলিশের সংবাদ সম্মলেন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন,নিখোঁজ আদনান তার ব্যক্তিগত কারণে আত্মপোপনে ছিলনে।
সূত্র: প্রথম আলো , ডিভিসি নিউজ
মন্তব্য করুন