আজ রাতেই চালু হতে পারে ইভ্যালিসহ অন্যান্য ইকমার্সে কার্ড সেবা।
গত ২৩ জুন বাংলাদেশে ইভ্যালিসহ আরো ১০ টি ই-কমার্সে কেনা-কাটায় কার্ড সেবা বন্ধ করে ব্র্যাক ব্যাংক।
তারই সূত্র ধরে আরো দুটি ব্যাক যথাক্রমে ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া বন্ধ রাখে ১০ টি ই-কমার্স ওয়েব সাইটে প্রিপেইড ও ক্রেডিট ও ডেভিট দিয়ে কিনা-কাটার সুবিধা। ই-কমার্সঃ আজ রাতেই চালু হতে পারে তিনটি ব্যাংকের কার্ড সেবা।
১০ টি ইকমার্স ওয়েবসাইট হলো -ইভ্যালি ও আলেশা মার্টসহ, আলাদিনের প্রদীপ,
কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস ডট কম বিডি ও ধামাকা শপিং ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া । ই-কমার্সঃ আজ রাতেই চালু হতে পারে তিনটি ব্যাংকের কার্ড সেবা।
কেন বন্ধ হলো ইকমার্স সাইটে কার্ড সেবা।
১০ টি ইকমার্স ওয়েব সাইট তথা অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো।
এদিকে আজ বৃহস্পতিবার থেকে গ্রাহকদের এসএমএস বার্তায় ঢাকা ব্যাংক জানিয়ে দেয় যে,ব্যাংক কার্ড গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকবে।
অন্যদিকে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস বা এমেক্স কার্ড দিয়ে কোন গ্রাহক প্রতারিত হলে তার দায় সিটি ব্যাংক নিবেনা বলে জানিয়ে দেওয়া হয়।গত মঙ্গলবার এই বিষয় প্রয়োজনীয় দিয়ে দেয় সিটি ব্যাংক।
ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া এই দুই ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তরাদের বরাত দিয়ে প্রথম আলোর ওয়েব সাইটে কার্ড বিভাগের কর্মকর্তরা বলেন , এটি সাময়িক পদক্ষেপ। আজ বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলে আজ রাতেই সেবা চালু করা হতে পারে। রাতেই চালু হতে পারে তিনটি ব্যাংকের কার্ড সেবা।
নাবিহা জান্নাত/ইবিএন২৪
মন্তব্য করুন