রাজধানীর মগবাজারে শার্মা হাউস ভবনে গ্যাস জমে ভবন বিস্ফোরণের ঘটনা ঘটেছে জানিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস দল।
গত রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে এই বিস্ফোরনের ঘটনা ঘটে । ভবন বিস্ফোরণে ৭ জন মারা যান।
গত রাতে বিস্ফোরনের পর পরই ঢাকা মহানগরের পুলিশ (ডএমপি) কমিশনার শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান ।
সেখানে গিয়ে তিনি বলে,’ ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা জানতে পেরেছি যে, এখানে কিছু গ্যাস জমে ছিল। এই গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইটা বাস বিধ্বস্ত হয়েছে।৫০ জনের ওপর আহত হয়েছে।
‘এদিকে মগবাজারে গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে জানায়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকট শব্দ, অন্ধকার, ধোঁয়া আর ধুলোবালি আর অসংখ্য কাঁচের টুকরো ছিটে এসেছে মুহূর্তের মধ্যে।
বিস্ফোরন শেষ হওয়ার পর ঘটনাস্থলে তিতাসে কর্মকর্তারা উপস্থিত হয়ে জানান, শার্মা হাউসের ভিতরে দুটি এলপি গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে ।
এই ঘটনায়, গ্যাস লিকেজ জনিত কারনে বিস্ফোরনের ঘটনা ঘটতে পরে বিষয়টি নাকচ করে দেন। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদেস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে তারা জানায়।
মন্তব্য করুন