বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ৭২.৮ বছর । আজ সোমবার রাজধানীতে পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস। বাংলাদেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে বড়েছে ১.৬ শতাংশ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িছে ৭২.৮ বছর । যার মধ্যে পুরষের গড় আয়ু ৭১.২ বছর এবং নারীর গড় আয়ু ৭৪.৫ বছর।
২০২০ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এই সব তথ্য উঠে আসে। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৭২.৬ বছর এবং ২০১৮ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৭২.৩ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে . বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ । তার মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ এবং নারী হলো ৮ কোটি ৪০ লাখ।
বাংলাদেশের পরিবারের খানার গড় ৪.৩ জন । অতএব প্রতি পরিবারে লোক সংখ্যা ৪ জনের উপরে।
অন্য দিকে খবার পানি পায় ৯৮.৩ শতাংশ পরিবারের মানুষ এবং টয়লেটের সুবিধা পায় ৮১.৩ শতাংশ মানুষ।
এই জরিপে আরো বলা হয়, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০ শতাংশ। যা আগের বছর (২০১৯) ছিলো ১.৩২ শতাংশ এবং তার আগের বছর (২০১৮) ছিলো ১.৩৩ শতাংশ।
জনসংখ্যার ঘনত্ব আগের তুলনায় বেড়ে ১৫ জন । বর্তমানে প্রতিবর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১৪০ জন । যা আগে ছিলো ১ হাজার ১২৫ জন।
পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়াসমিন চৌধুরী এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক তাজুল ইসলাম।
আরো পড়ুন>>বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
মন্তব্য করুন