করোনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত খামারীরা পাচ্ছেন সরকারের নগদ প্রণোদনা।
এই বছর দ্বিতীয় ধাপে দেওয়া হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্থ খামারীদের নগদ অর্থ সহায়তা। খামারীদের নগদ সহায়তার প্রণোদনা দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।
গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন,,‘ মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের অতীতে কখনোই আমরা প্রণোদনা দিতে পারিনি। এর একটা শুভ সূচনা এ বছর আমরা করলাম, যার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি নির্দেশনা দিয়েছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। এ দুটি খাতকে কীভাবে সম্প্রসারিত করা যায়, সে জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।’
উল্লেখ্য, এই বছর দ্বিতীয় ধাপে করোনায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ ৭৯ হাজার ২১ খামারিকে ২১৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা নগদ প্রণোদনা দিবে সরকার। এর আগে প্রথম ধাপে প্রণোদনা দেওয়া হয়,৪ লাখ ৭৬ হাজার ৮১ খামারিকে ৫৫৭ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৭৪ টাকা ।
মন্তব্য করুন