ইমারজেন্সি ছাড়া কেউ বের হতে পারবে না-মন্ত্রিপরিষদ সচিব।
আগামী ১ জুলাই থেকে সারাদেশে লকডাউন ঘোষনা করতে যাচ্ছে সরকার। লকডাউনে কঠোর বিধিনেষেধের সাথে থাকবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা । এমনই হুশিয়ারির কথা জানিয়েছে সরকার।
কোভিড-১৯ করোনাভাইরাসের আগ্রাসী অবস্থা রুখে দেওয়ার জন্য আগামী ১ জুলাই ভোর ৬ টা থেকে এক যোগে সারা দেশে লকডাউন পালিত হবে ৭ দিনের জন্য। কঠোর বিধিনিষেধের
গত মঙ্গলবার ২৯ জুন সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়,কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামী পহেলা জুলাই লকডাউনের সময় জরুরী সেবার সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারী ছড়া বা জুরুরী কারণ ছাড়া ঘর থেকে বের হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানানো হয় ঐ তথ্য বিবরনীতে।
সর্ব সাধারণের মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অনুরোধ জানিয়ে ঐ তথ্য বিবরণীতে বলা হয়, ১ জুলাই ২০২১ সালের জারি হবে এমন বিধিনেষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ বুদবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। কঠোর বিধিনিষেধের
এদিকে গত সোমবার মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধসহ ১ জুলাই থেকে যে লকডাউন শুরু হচ্ছে, তখন জনসাধারণের জরুরি চলাচলের জন্য বিশেষ ‘মুভমেন্ট পাস’ নেওয়ার সুযোগ বন্ধ থাকবে।
মন্ত্রী পরিষদ সচিব আরো বলেন, ইমারজেন্সি ছাড়া কেউ বের হতে পারবে না । বাসায় থাকতে হবে সবাইকে।
আরো পড়ুন>> বাংলাদেশে বিদেশগামী যাত্রীদের টিকা নিবন্ধন শুরু হয়েছে।
মন্তব্য করুন