করোনায় এই পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ।
কোভিড-১৯ করোনাভাইরাসের মৃত্যুর মিছিল যেন থামছেইনা।
বাংলাদেশে একটানা চার দিন করোনাভাইরাসের মৃত্যু হয়েছে ১০০ এর উপরে। মঙ্গলবার সকাল ৮ থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১১৫ জন এবং করোনায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮২২ জন।
এই পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবোর্চ্চ সংখ্যক মৃত্যু দেখলো বাংলাদেশর মানুষ।
আজ বুধবার ৩০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার সব চেয়ে বেশি শনাক্ত হয়েছিলো । ঐ দিন ২৪ ঘন্টায় ৮ হাজার ৩৬৪ জন করোনায় সংক্রমিত হয়েছিলো।
নতুন শনাক্তের সহ দেশে এই পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন মৃত্যু বরণ করেছেন ১৪ হাজার ৫০৩ জন। সুস্থ্য হয়েছেন ৮ লাভ ১৬ হাজার ২৫০ জন। সর্বশেষ সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন।
উল্লেখ্য , দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে ২০২০ সালের ৮ ই মার্চ। তখন থেকে এই পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ।
মন্তব্য করুন