সারাদেশে মানুষের টিকা নিবন্ধনের প্রতি আগ্রহ বাড়ছে। জেলা ও উপজেলায় বাড়ছে সিনোফার্মের টিকা নিবন্ধন ও প্রাপ্তি। এছাড়া ঢাকা সহ ও দেশের ১২টি সিটিকপোর্রেশনে দেওয়া হচ্ছে মর্ডানার টিকা।
ভ্যাকসিন নিয়ে দ্বিধা মানুষের কাটতে শুরু করেছে। ৩য় পর্যায়ে গণ টিকাদানে দেখে গেছে মানুষের উপচে পড়া ভীর। ঢাকা সহ সারা দেশে ১২ টি সিটিকর্পোরেশনে দেওয়া হচ্ছে মর্ডানার টিকা। মর্ডনার টিকা পেতে মানুষের আগ্রহ দেখা গেছে বহুলাংশে। সারাদেশে মানুষের টিকা নিবন্ধনের আগ্রহ বাড়ছে।
৩৫ বছরের উপরে সবার জন্য নিবন্ধন উন্মুক্ত করার পরেই দৈনিক প্রায় ১ লক্ষ টিকা গ্রহীতা নিবন্ধন করছেন।
করোনা টিকা গ্রহীতার সংখ্যা( গত ১২ জুলাই পর্যন্ত )- অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের নিবন্ধকারীর সংখ্যা ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন, দ্বিতীয় ডোজের নিবন্ধকরীর সংখ্যা হলো ৪২ লাখ ৯৫ হাজার ৫৬৮ জন,
সিনোফার্মের ১ম ডোজ নিবন্ধনকরীর সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ২৫৩ জন, দ্বিতীয় ডোজ নিবন্ধন করারীর সংখ্যা ২ হাজার ২৫৯ জন এবং ফাইজার মর্ডানার প্রথম ডোজের জন্য নিবন্ধন করে ২৯ হাজার ৮৫২ জন , দ্বিতীয় ডোজের জন্য এখনো নিবন্ধন করেনি।
মন্তব্য করুন