বাংলাদেশের মুক্তি যুদ্ধে বিশেষ অবদান রাখা বৃট্রিশ সাংবাদিক সায়মন ডিং আর নেই ।
১৬ জুলাই রোমানিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সায়মন ডিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকার গণহত্যার প্রথম প্রতিবেদন তিনি করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতক্ষ্যদর্শীর বিবরণের জন্য ইউকের রিপোর্টার অফ দ্যা ইয়ার নির্বাচিত হন তিনি।
১৯৭১ সালের ৬ মার্চ ঢাকায় আসেন দ্যা ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাময়মন ডিং ।
২৫ মার্চ থেকে পাকিস্থানি বাহীনির হত্যাকান্ড ও অগ্নীসংযোগের জীবনের ঝুকি নিয়েও তথ্য প্রমান সংগ্রহ করেন তিনি।
তার Thanks crush Revolt in Pakistan এই মর্মস্পর্শী প্রতিবেদন বহি:বিশ্বে প্রথম প্রচার হয় এই গণহত্যার প্রথম বিবরণ।
বাংলাদেশের যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতির ও পাকিস্থানিবাহীনির নৃসংশতার প্রতিবেদন বাং লাদেশের স্বাধীনতা পক্ষে ঘোটা বিশ্বে সমর্থন যোগায়।
১৯৯৭ বিবিসির চাকরি ছেড়ে বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল একুশে টিভিতে যোগ দেন সাময়মন ডিং ।
বেসরকারী টিভি চ্যানেলের কাঠামো ও পরিকল্পনা তৈরিতে সহায়তা করেন তিনি। যা দেশের টিভি সাংবাদিকতাকে আমুল বদলে দেয় । এদিকে ২০০২ সালে সায়মনডিং বাংলাদেশে ছেড়ে চলে যান।
মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশের তৈরিতে অবদান রাখার জন্য ২০১২ সালে বাংলাদেশে আমতন্ত্রণ জানানো হয়।
২০১৩ সালে যমুনা টেলিভিশনের উপদেষ্টা হিসেবে ১ বছর কাজ করেন। সায়মন ডিং ১৯৪৫ সালে ১১ জানুয়ারী ইংল্যান্ডে জম্ম গ্রহন করেন।
মন্তব্য করুন