কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ কমানোর জন্য সরাকারে কঠোর বিধিনিধেষের আজ তৃতীয় দিন।
গ্রাম থেকে শহর সরাদেশে চলছে কঠোর লকডাউন ।
এদিকে বাংলাদেশের রাজধানীর ঢাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম দেখা যাচ্ছে। রাজধানীতে চলছে শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ী।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি উল্লেখ্যযোগ্য। চেক পোস্টে বসিয়ে পুলিশের তল্লাশি চলমান রয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। সড়কের পাশাপাশি অলিতে গলিতে কাঁচা-বাজার বসানো হয়েছে। দেশের প্রধান সড়কের মানুষের ভীড় কম দেখা গেলেও অলিতে গলিতে পাড়া পহল্লায় কিছু কিছু মানুষের ভীড় লক্ষ্য করা যায়।
দায়ত্বরত পুলিশ সদেস্যের বরাত দিয়ে জাতীয় দৈনিক সমকাল জানায় , লকডাউন কঠোরভাবেই পালিত হচ্ছে । মিথ্যা অজুহাত দেখিয়ে বাইরে গেলে গুনতে হচ্ছে জরিমানা।
বিনা করানে ঘর থেকে বের হলে শনিবার পর্যন্ত ঢাকায় ৩৮৩ জনকে গ্রফতার করেছে পুলিশ। এদিকে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ১৩৭ জনের কাছ থেকে।
অন্যদিকে ট্রাফিক বিভাগ প্রায় ১১ লাখ টাকা জরিমানা করেছে ৪৪১ টি যানবাহনের কাছ থেকে।
সরাদেশে কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য ১৮৬ টি চেক পোস্ট পরিচালনা করা হচ্ছে র্যাবের অধীনে।তার সাথে দেশের জনগনকে সচেতন করতে এবং ২৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব।
মন্তব্য করুন