প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ও ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহয়ের জন্য আম পাঠিয়েছেন ।
এবার দক্ষিণ এশিয়ার দেশে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে রাষ্ট্রপ্রধানের কাছে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৫ জুলাই ইন্দোনেশিয়া বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে ১০০০ কেজি আম গত সপ্তাহে হস্তান্তর করা হয়।
অন্যদিকে ব্রুনাইয়ের সুলতানেকে ১০০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।
শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে আম হস্তান্তর করেন বাংলাদেশের হাইকমিশনার। আমগুলো ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানায় নিয়ে যাওয়া হয়। আম পাঠালেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন