ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়ার মামলায় আটক কার্টুনিস্ট কিশোরকে প্রায় ৩০০ দিন পর জামিন মুঞ্জুর করেছে আদালত।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কার্টুনিস্ট কিশোরকে ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে ছয়বার জামিন আবেদন করেও কিশোরে জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। গত ১ লা মার্চ কিশোরে জামিন আবদেনর শোনানি ধার্য করেন আজ ৩ মার্চ।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কিশোরের পক্ষে শোনানি করেন। তিনি আদালতে কিশোরের অসুস্থতা বিষয় তুলে ধরেন।
কার্টুনিস্ট কিশোরে জামিন শোনানিতে আদালত বলেন, ডেইলি অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি দেখতে বলা হয়েছিল। আসামিপক্ষের আইনজীবী ও দেখেছেন। আমরা মেরিটের মধ্যে না গিয়ে, তিনি যেহেতু দীর্ঘ দিন ধরে বন্দি আছেন ও পুনঃতদন্ত দেওয়া হয়েছে। আপাতত তাকে ( কিশোরে) ছয় মাসের জামিন দেওয়া হলো।
গত বছর লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরেকে রাজধানীর লালমাটিয়া ও কাকরাইল থেকে তাদের আটক করা হয় এবং তাদের নামে ডিজটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া দেওয়া
মন্তব্য করুন