দেশে ধর্ম নিয়ে যেনো কেউ বাড়াবাড়ি না করে সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে সবাাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে বলে তিনি জানান।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট ভাই শেখ রাসেলে ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান ।
আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনাপ সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন।
মন্তব্য করুন