আগুনে পুড়ে যাওয়া লঞ্চের সবাই বরগুনার। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ এ রাত ৩ টার সময় আগুন লাগে। আজ গণকবর
রাত তিনটার সময় আগুন লাগার পর যাত্রীদের ছুটাছুটি,হুরাহুরি শুরু করে দেয় । জীবনের শেষ বৃন্দু দিয়ে বাঁচার জন্য আপ্রান চেষ্টা করে । বাাঁচার শেষ ইচ্ছা যখন ক্ষৃণপ্রায় তখন অনেকই নদীতে যাব দেয়।
স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, নিহতরা প্রায় সবাই বরগুনার। এদিকে নারী, শিশুসহ আগুনের কাছে প্ররাস্থ ৩৫ টি তাজা প্রাণ।
শরীরের আগুন নিয়ে পানিতে লাফিয়ে পরে প্রায় শতাধিক মানুষ। এদের অনেকেরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় তিন জন। দগ্ধ ১০০ জনের উপরে ,আরো নিখোঁজ রয়েছে ৫০ জনের মত।
অন্যদিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৩ জন , ঢাকায় ১৬ জন এবং ঝালকাঠিতে ১৫ । আজকে মৃতদের গন কবর দেওয়ার হবে বলে জানা যায়। বরিশাল বিভাগের ঝালকাঠির গাবখানের কাছাকাছি দেইরী নামক এলাকা পোনাবালীয় ইউনিয়নের অন্তগত সুগন্ধা নদীতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
মন্তব্য করুন