আজ থেকে সারাদেশে ফ্যামেলী কার্ডের মাধ্যমে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। ফ্যমেলীর কার্ডের মাধ্যমে ১ কোটি কার্ড ধারী মানুষ পাবে সরকারে ভর্তুকিতে পণ্য ক্রয়ের সুযোগ। ভর্তুকিতে পণ্য বিক্রি করবে বাংলাদেশের সরকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি।
ফ্যামেলী কার্ডের মাধ্যমে একসাথে ৫ টি পণ্য ক্রয় করতে পরবে স্বল্ব আয়ের মানুষেরা। সরাদেশে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় টিসিবর মাধ্যমে পন্য ক্রয় করা যাবে।
সরকার রমজানকে সামনে রেখে ১ কোটির বেশি মানুষকে স্বল্ব মূল্যে টিসিবির মাধ্যমে পন্য ক্রয় করার সুযোগ দিচ্ছে ফ্যামেলি কার্ড ও রাজধানীর ১২ লাখ মানুষকে কার্ড বিহীন পণ্য ক্রয়ের সুবিধা।
এর আগে করোনা কালী ৩০ লাখ মানুষকে এবং বর্তমানে ৫৭ লাখ মানুষকে ফ্যামেলী কার্ডের মাধ্যমে পন্য সরবারহ করবে টিসিবি।
এছাড়া বরিশালের ৯০ হাজার মানুষকে দেওয়া হবে টিসিবির পন্য সুবিধা। টিসিবির পন্য বিক্রি হবে সয়াবিন ১১০ টা লিটার , চিনি ৫৫ টাকা কেজি মুসুর ডাল ৬৫ টাকা কেজি । তার সাথে ৮০ টাকা কেজি ধরে কিনতে পারবেন ১ কেজি খেজুর। প্রতি ফ্যামেলী কার্ডের বিপরীতে পাওয়া যাবে দুই লিটার তেল, ২ কেজি চিনি, ও মুসুর ডাল।
সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এ ছাড়া নতুন যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন আজ ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।
এই কর্মসূচির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল, ৪০ হাজার মেট্রিক টন চিনি, ৪০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ৪০ হাজার মেট্রিক টন ছোলা এবং ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ প্রয়োজন হবে।
মন্তব্য করুন